নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

একটু ভাবুন অন্যতায় আরও একটি সাহাবাগ তৈরি করতে বাধ্য হবে হয়ত বাংলার মানুষ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

আবারও সেই একই চিত্র একই কথা আমাদের দেশ পরিচালকদের মুখে। বলতে পারেন আমরা কবে মুক্তি পাব,কবে আমরা আমাদের মত করে বাঁচতে পারব। একজন মানুষের মৃত্যুকে ঘিরে আপনাদের কিসের প্রতিযোগিতা । একজন মানুষের লাশকে ঘিরে কেন আপনাদের এই দলীয় দন্দের প্রকাশ পায়। আজ ব্লগার আহমেদ রাজীব হায়দার কে ঘিরে চলছে নানান মতবেদ। বি এন পি বলছেন এভাবে আর কত মায়ের বুক খালি করবেন,আর সরকারি দল বলছেন ( তাদের বরাবরি যে কথায় থামিয়ে রাখেন বাঙ্গালিকে ) এই রক্তের বদলা আমরা নেবই। আমরাও চাই এই হত্যার দৃষ্টান্ত মূলক শাস্তি হোক । বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ , এখানে মত প্রকাশের তথা স্বাধীন ভাবে বেচে থাকার অধিকার সবারই আছে। রাজিব যে দলেরই হোক,যে ধর্মেরই হোকনা কেন তার আসল পরিচয় সে স্বাধীন বাংলার মানুষ। তার মৃত্যুর জন্য আমরা শোকাহত। আপনাদের দলীয় কুন্দলের ধামা চাপায় যেন পরে না যায় এই রাজিবের মৃত্যুর কারন গুলু । বিশ্বাস করতে অনেকটাই কষ্ট হয় কবে নাগাত এর সটীক বিচার আমরা দেখতে পাব,কারন বিগত অনেক ঘটনাই আজ মানুষ ভুলতে বসেছে। সাংবাদিক দম্পত্তি সাগর/রুনি,ইলিয়াস আলী এবং লাইভ খুন বিশ্বজিত এই সব ঘটনা আমরা আজ ভুলেই গেছি প্রায়।এখন প্রতিদিন শুনি কোথাও না কোথাও ধর্ষণের কথা। ৪ বছরের শিশুটিও বাদ পরেনি এই নর পিশাচদের থাবা থেকে।

কেন এমন অবিচার চলছে এই দেশে , এর কি কোন প্রতিকার নাই। কেন আপনারা নিরব আছেন,নিরব থেকে এইসব পশুদের কে আরও সাহস বারিয়ে দিচ্ছেন। আপনাদের কি মনে হয়না এই পশুগুলা রাজাকারদের মতই অপরাধি। রাজাকাররা যা করেছিল ১৯৭১ সালে এখন তা করছে এই সকল খুনি আর অমানুষ গুলা ।

দয়া করে আপনাদের হিংসা প্রতিহিংসা বন্ধ করুন দেশের মানুষ গুলার কথা একটু ভাবুন,অন্যতায় আরও একটি সাহাবাগ তৈরি করতে বাধ্য হবে হয়ত বাংলার মানুষ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মশামামা বলেছেন:



ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।

ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'

ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

এ,আর রানা বলেছেন: মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মামুণ বলেছেন: তুই রাজাকার । উষ্ট্রার উপ্রে থাক ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

এ,আর রানা বলেছেন: ক্যান রে ভাই? আগে পোস্ট টা ভাল করে পড়েন , তারপর বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.