![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাবিরুল ইসলাম নামের ১২ বছরের শিশুটি সিলেটে বেড়াতে এসে তার বাড়ির সন্ধান হারিয়ে ফেলেছে। শুধুমাত্র তার খুলনা নামটি বলতে পারলেও বাকি পরিচয়টুকু ঠিকমতো দিতে পারছে না। বাড়ি ফিরতে ছেলেটি এখন কান্না করছে।
যোগাযোগ : http://www.facebook.com/amdad.hussain.94
আসুন আমরা সকলে ছবিটি লাইক ও শেয়ার করে নাবিরুলকে তাহার বাসার ঠিকানা খুজে পেতে সাহায্য করি
তত্ত্য সূত্র : রহস্যময় পৃথিবী (Mysterious World )
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৫
রমিত বলেছেন: ছেলেটির অভিভাবক কি পুলিশে খবর দেয়নি? যারা ছেলেটিকে পেয়েছে তারা কি পুলিশের সাহায্য নেয়নি? পুলিশের রেকর্ডে নিখোঁজ সংবাদ থাকলে, তারা তো সেটা মিলিয়েই ছেলেটিকে তার অভিভাবকের হাতে তুলে দিতে পারে।
১২ বছরের একটি ছেলে কি তার বাড়ীর ঠিকানা জানেনা?
আমি ফেইসবুকে নিউজটি শেয়ার করেছি। দোয়া করি ছেলেটি যেন তার বাড়ী খুঁজে পায়।