![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি এমন হত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্ম দিনের পার্টিতে মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বিশাল বড় গিফট নিয়ে এসেছেন শুভেচ্ছা জানাতে। কিংবা প্রধান মন্ত্রী গেলেন বিরোধী দলীয় নেত্রীর জন্ম দিনের অনুষ্ঠানে তাহলে দেশটা কতনা সুন্দর হত ...। তখন যে দলই ক্ষমতায় থাকুক নাকেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধান এই দুই নেতাকে জাতী শ্রদ্ধার সাথে স্মরন করতেন। রাষ্ট্রীয় মর্যাদায় হত তাদেরকে স্মরন । দেশে কোন বিশৃঙ্খলা থাকতনা তখন হয়ত এমন ভাবেই আলোচনা করতেন দুই নেত্রী............
প্রথমেই তারা সাক্ষাতের মোলখাত তারপর আপা কেমন আছেন শুভ জন্মদিন , আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনাদের নতুন প্রকল্প তো বাস্তবায়নের পথে , প্রকল্পটি অনেক সুন্দর হয়েছে। আমার ইচ্ছে ছিল ক্ষমতায় গেলে এমন একটা প্রকল্প তৈরি করা যাক আপনি করেছেন এতেই আমার স্বপ্ন বাস্তবায়ন হল, দেশের মানুষগুলা এখন একটু শান্তি পাবে। আপা গত কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়া যে ভয়াবহ টরনেডু আঘাত হানল অনেক মানুষ মরেছে আপা অদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে একটু দ্রুত সাহায্য পৌঁছে দেবার ব্যবস্থা করেদিন । হে সেখানে অলরেডি সব সাহায্য পৌঁছে গেছে আর্মি , বিজিবি , র্যাব একসাথে কাজ করছেন । আশা করি সকল ক্ষতিগ্রস্থ পরিবার দুদিনের মধ্যেই তাদের বাসস্থান গড়ার কাজ শেষ হবে এবং স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে।
এই স্বপ্নটা এখন সারা বাংলার মানুষ দেখছেন টিক যেভাবে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন । কবে নাগাত এই স্বপ্ন বাস্তবে রুপ ধারন করবে তারই অপেক্ষায়...।। প্লিজ সহিংসতার রাজনীতির সমাপ্তি ঘটিয়ে দেশটাকে সুন্দর করে গড়তে সাহায্য করুন । আর ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখুন । কি ক্ষতি হয় আপনারা এক হয়ে সুন্দর করে দেশটাকে চালালে । ইচ্ছে করলেই সারা পৃথিবীকে থাক লাগিয়ে ইতিহাস গড়তে পারেন প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী...।।
২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯
তোমোদাচি বলেছেন: কত দিবা শব্দ দেখতে পারে রে বাঙ্গালী !!!
৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
তোমোদাচি বলেছেন: হা হা শব্দ নয় স্বপ্ন !
৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
বিপদেআছি বলেছেন: হাসিনা , খালেদারে আর ভাও দেওয়ার দরকার নাই , দুটাই অসহ্য। এ দুজনকে ছাড়াও দেশ চলবে, শুধু আমাদের মেরুদন্ড একটু শক্ত করতে হবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮
বাগসবানি বলেছেন: হে: হে: দিন দুপুরে ভূত দেখলেও বিশ্বাস করব !!
আমরা কেউই শান্তি চাই না, দেখতেই পাইতেছেন ।
ড্রামা, ট্রাডেজী আর লোকজনকে খোচানোতেই সুখ