![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার একগেয়োমি করে নিজের ইচ্ছে মতই কাজ করছেন।একেবারে জোর যার মুল্লুক তার কথার মতই।সারা দেশ যে বিষয়ের বিরোধিতা করছে সরকার তাতে কোন প্রকার পাত্তাই দিচ্ছেননা।
মানলাম কোন ক্ষতি হবেনা সুন্দর বনের।ক্ষতি কি হবে রাম্পাল থেকে একটু দুরে বিদ্যুত কেন্দ্রটি স্থাপন করলে।সুন্দর বনকে ঘিরে যে ভয় সারা দেশবাসীর তা থেকে মুক্তিদান কেবল সরকারকর্তৃক সম্ভব। আপনারাই তো বলেন জনগনের ছাহিদা দাবি পুরন করাই সরকারের প্রধান লক্ষ্য।আপনারাই তো বলেন জনগনের নিরাপত্তা দেশের নিরাপত্তা সবকিছুই দেওয়ার জন্যই সরকার অঙ্গীকারবদ্ধ। তবে আজ কেন সারা দেশের মানুষের দাবী মানতে পারছেননা।তবেকি ভারতের ক্ষতি হয় দেশবাসির দাবি পুরন করলে।বিষয়টি প্রশ্নবৃদ্ধ থেকে যায়।বিদ্যুত সংকট নিরষনে এটি একটি বড় পাওয়া বাংলাদেশের জন্য। তারমানে এই নয় দেশের অন্য কিছুর ক্ষতিসাধন করে।পরিবেশ রক্ষার্থে সুন্দরবন এর কোন বিকল্প হয়না।নির্বাচনের দ্বার প্রান্তে দাড়িতে এমন একটি দাবি পুরনে যদি সরকার অমুল্যায়ন করে দেশবাসীকে তাতে কি নিজের পায়ে কোড়াল মারার মত হয়ে যায়না।ভাল তো তাই, যাতে কোন প্রকার ক্ষতি নাই।এটা কেমন ভাল হবে দেশের জন্য জানিনা শুধু জানি ভাল কোন কিছুর পিছনে এত প্রশ্ন এত বাধা থাকেনা।তাই পুর্নদাবী নিয়ে বলতে চাই "জনগনের পাশে থাকতে হলে নিশ্চই জনগনের দাবী মেনে নতুনভাবে স্থাপনার বিকল্প স্থান নির্ধারণ করে দেশের ভাবমূর্তি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন"।
©somewhere in net ltd.