নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

ঈদ কাকে বলে পড়ে দেখুন ?

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭

Post টি শেয়ার না করে পারলাম

না।

চোখের কুনে জ্বল

এসে গিয়েছিলো। ঈদ

কাকে বলে পড়ে দেখুন ?

একটা গরিব বাচ্চা তার বিধবা মাকে জিজ্ঞাসা করল -

আচ্ছা মা, ঈদে সবাই নতুন নতুন

কাপর

বানায়, ভালো ভালো খাবার খায়

কিন্তু

আমরা নতুন কাপড় ও বানাইনা, ভালো খাবারও

খাই

না কেন ... ???

ছেলের এইরকম প্রস্ন শুনে মায়ের

চোখে পানি এসে গেল।

মা ভাবতে পারছ িল না যে তার এই অবুঝ

শিশুটাকে কিভাবে বুঝাবে !!!

শিশুটা পুনরায় জিজ্ঞাসা করল বল

না মা ???

মা তখন শিশুটাকে বুঝিয়ে বলল,

যারা ঈদে নতুন জামা-কাপড় বানায়,

ভালো খাবার খায়, তারা তো ১

মাস

কষ্ট

করে না খেয়ে রোজা রেখে। তাই

আল্লাহ্ তাদের পুরস্কার দেয়। আর আমরা তো সারা বছর

না খেয়ে কষ্ট

করি তাই

আমাদের রোজা শেষ হয় না। যখন

আমরা মরে যাব তখন আল্লাহ্

আমাদের জান্নাতে পুরস্কার দিবেন, নতুন

নতুন

কাপড়

পরাইয়া দিবেন, ভাল ভাল

খাবারও

দিবেন। তখন শিশুটা তার মাকে বলল,

চল

না মা আমরাও মরে আল্লাহ্র

কাছে চলে যাই।

আমারও অনেক ইচ্ছে করে ঈদ

করতে, ভাল খাবার খেতে, নতুন নতুন কাপড়

পরতে।

চল

না মা মরতে যাই ... চল না ... !!!

নির্বাক মা তখন চোখে অশ্রু

নিয়ে তার কাপড়ের আঁচল দিয়ে চোখ

মুছতে মুছতে তার

অবুঝ শিশুর দিকে তাকিয়ে রইলেন

কারন

তার

কাছে যে আর কোন উত্তর নেই ......... !!!

আপনাদের কাছে কি কোন উত্তর

আছে ......... ???

আমার বিশ্বাস আমাদের

প্রত্যেকের

সমাজে এমন অসঙ্খ মানুষ রয়েছে যা এই

গল্পের

সাথে সম্পূর্ণ মিল রয়েছে ।

আমরা কি পারিনা এই অবুঝ শিশুর

কান্না ভরা চোখে একটু

হাসি ফুটাতে,আমরা কি পারি না হ দুঃখী মায়ের

কান্না ভরা মুখে হাসি ফুটাতে ।

আপনাদের বিভেকের কাছে প্রশ্ন

শেয়ার

করে সবার

মাঝে ছড়িয়ে যাবে কি না । হয়তো আপনার একটি মাত্র শেয়ার

অসহায়

মানুষের একটু হলেও উপকার হবে ।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

স্বপনচারিণী বলেছেন: মনটা খারাপ হল। আমরা একটু একটু করে সাহায্য করলেই কিছুটা উপকার হবে।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৪

এ,আর রানা বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.