নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশ্রু তোমার আমার মনে ক্ষতের সৃষ্টি করে, বন্ধু তোমার হাসি ঘরে আলোর সৃষ্টি করে।

আরোগ্য

পৃথিবী আজ তার বার্ধক্যে এসে পড়েছে, শৈশব পেড়িয়ে যৌবন ও সে হারিয়েছে, তাই বৃথা আনন্দ করো না, ক্ষণিকের সময় হাতে, নশ্বর এ পৃথিবী যেন মৃত্যুর দ্বারপ্রান্তে। সে মৃত্যু আসার আগে আজ তীর্থে ভ্রমণ করো, পবিত্র জলে হে পৃথিবী তুমি অবগাহন করো। ধুয়ে ফেলো তোমার গায়ের শত কালিমা, সাজিয়ে নাও বিদায়ের আগে আবার আঙিনা।

আরোগ্য › বিস্তারিত পোস্টঃ

রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি?

০৪ ঠা আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪





প্রশাসন বলেছে, সোম, মঙ্গল, বুধবার তিনদিন সাধারণ ছুটি। তারা কি আন্দাজ করতে পারছে না তাদের চিরকালের জন্য ছুটির ঘণ্টা বাজতে যাচ্ছে। সময় এসে গেছে তাদের ব্যস্ততা থেকে ছুটি দেয়ার।


বিচারপতি বলেছে, অনির্দিষ্ট কালের জন্য আদালত বন্ধ থাকবে। কি মজার কথা! বিচারের রায় তো উপরের আদালতে হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামীকাল ফলাফল সবাই দেখতে পাবেন।


স্বৈরাচার নাকী গণভবনের চারদিকে কঠিন পাহারা নিযুক্ত করে রেখেছে। সে কি জানে না মানুষের যখন পতন আসে, পদে পদে সে ভুল করে। পদত্যাগ না করে সে তার জীবদ্দশার শেষ ভুলটিই কি তাহলে করে ফেললো?


হে আল্লাহ তুমি আমার প্রতিটা ন্যায়ের পথের সৈনিক ভাইবোনকে তোমার পক্ষ থেকে বিশেষ রহমত ও বিশেষ সৈন্য দ্বারা সাহায্য করো এবং আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ নেতা নিযুক্ত করে দাও। আমরা তোমারই দাস, তোমারই নিকট সাহায্য প্রার্থনা করছি, তুমি মহান, তুমি কবুল করো।





আগামীকাল ইনশাআল্লাহ পুরো বিশ্ব এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।

মন্তব্য ১০ টি রেটিং +৮/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ৮:৩১

করুণাধারা বলেছেন: ছবি আর লেখা দুটোই ভালো হয়েছে। আপনার প্রার্থনাই আমাদের সবার প্রার্থনা। আল্লাহ যেন কবুল করেন।

সব সময় সমন্বয়কদের চেহারা চোখে ভাসতে থাকে। কেমন নির্ভীক সৎ মানুষের চেহারা ওদের। ওদের জন্যই আজ বহুদিন পর আমরা মন খুলে কথা বলতে পারছি। অর্থাৎ বাক স্বাধীনতা ফেরত পেয়েছি। আল্লাহ ওদের সবাইকে হেফাজত করুন।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭

আরোগ্য বলেছেন: দুঃখিত আপা পোস্ট দেয়ার পর আর অনলাইন থাকতে পারিনি, ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছিল। তিন চার ঘণ্টা পর ইলেক্ট্রিসিটি আসছে।

আপা আমার প্রতিবেশী একটা ছেলে মারা গেছে গুলি খেয়ে। ছোট বেলায় ওদের বাসায় অনেক গিয়েছি কিন্তু তখন ওর জন্মই হয়নি। ওর আম্মু আমাকে বেশ আদর করতো। ওদের পুরো পরিবার আমার চেনা কিন্তু ওদের বাসা বদলের জন্য কখনো ছেলেটাকে আর দেখা হয়নি কেবল মৃত্যুর পর ছবিতে দেখলাম।

অনেক বেশি দোয়া দরকার আপা। আমরা গুনাহগার বান্দা তবুও যেন আল্লাহ আমাদের দিকে মুখ তুলে রহমতের দৃষ্টি দান করেন।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৪ রাত ১১:১৪

ভুয়া মফিজ বলেছেন: পদ্মপূরাণের বেহুলা-লক্ষিন্দরের অমর কাহিনীর মতো শোনাচ্ছে না!! মনসা দেবীর হাত থেকে বাচার জন্য কত্তোই না নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তারপরেও কি শেষ রক্ষা হয়েছিল? আমি কাউকে মনসা দেবীর সাথে তুলনা করছি না, রুপক অর্থে বললাম আর কি!!!

আমাদের আলোচিত স্বৈরাচার এতোটাই বিষাক্ত যে, তাকে সাপ কামড়ালে সাপই মারা যেতে পারে। সেজন্যে আর কামড়াকামড়ির দরকার নাই। আসলে..........খাদের কিনারায় থাকা স্বৈরাচারের জন্য একটা মৃদু শক্তির লাথিই যথেষ্ট!!!!

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩২

আরোগ্য বলেছেন: ভাই আমার ওই ডাইনিটারে গালি ছাড়া কিছু ডাকতে ইচ্ছে করে না কিন্তু এদিক তো আর গালির বুলেট মারতে পারুম না। খালি যদি ওর বিভৎস চেহারায় একটা লাথি মারতে পারতাম তাইলে শান্তি পাইতাম।

আমার প্রতিবেশি ১৮/১৯ বছরের একটা ছেলে গুলি খায়া মরসে। মৃত্যুর ঘন্টা খানিক পরও নাকমুখ দিয়া রক্ত বের হইতাসিলো। আল্লাহ সকল শহীদ ভাইরে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আর আমাদের এই পাপিষ্ঠ রাক্ষসী ডাইনির হিংস্র কবল থেইকা মুক্তি দিক।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ রাত ২:০১

অস্বাধীন মানুষ বলেছেন: আল্লাহ আমাদের দেশের সকল ছাত্র ছাত্রীদের রক্ষা করুন। জানিনা
আজ কি হতে যাচ্ছে। বাংলাদেশের ভাগ্যে কি লেখা আছে।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪০

আরোগ্য বলেছেন: আল্লাহ আমাদের ছাত্র ভাইবোনদের সহায় ছিলেন। বাংলাদেশের ভাগ্য আল্লাহর রহমতে ভালো বিশ্বাস রাখুন।

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: কেমন আছো আপাতত জিজ্ঞেস করব না। চারদিকে লাসের পাহাড়। মৃত্যু পুরিতে যেখানে বাস, সেখানে কিছুই আর জিজ্ঞেস করার লাগেনা। হৃদয়ে গভীর ক্ষত। বাতাসে বারুদের গন্ধ। তোমার পোস্ট দেখে লগ ইন করলাম। ফুল ভার্সন আসছে না। কী যে হবে বুঝতে পারছি না..

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৪

আরোগ্য বলেছেন: হয়ে গেছে ভাইটি যা হবার, তোমাদের বৌদি শ্বশুরালয়ে সহিসালামত পৌঁছে গেছে। বাকি আগের পরের ঘটনা তো জানোই।

এই ফুল ভার্সনের সমস্যা আমাকেও বেশ ভুগিয়েছে। দেখো তো আবার chrome এর setting এ desktop version ক্লিক করে।

৫| ০৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সরি পোস্ট সম্পর্কে বলা হয়নি। তোমাদের স্বপ্ন যেন বাস্তবে পরিণত হয় এবং যতো দ্রুত অধীর আগ্রহে সেই দৃশ্য দেখতে মুখিয়ে আছি।

০৫ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮

আরোগ্য বলেছেন: আমি সেই পিশাচিনীর নিষ্ঠুর পতন দেখতে চেয়েছিলাম। তবে আল্লাহর দরবারে এখনো এই জমিনের বুকে লেডি ফেরাউনের যথাযোগ্য শাস্তি দেখা আশা রাখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.