নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"জাতিসহ অন্য সব পক্ষের বিবেক কি মিডিয়া লিজ নিয়েছে নাকি জাতি তাদেরকে বিবেকের মুখপাত্র নিয়োগ করেছে?"
বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার খবরসহ বিভিন্ন প্রতিবেদনের বিশেষ করে ভূমিকা বা উপসংহারে দেশবাসী, সচেতন মহল, বিজ্ঞজন, ধর্মপ্রাণ মানুষ, প্রগতিশীল মানুষ, সংশ্লিষ্টরা বা ভুক্তভোগী ইত্যাদির জবানীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব বা তথ্য এবং মতামত প্রকাশ করা হয় যা সাধারণ মানুষ সত্য বলেই ধরে নেয়, যেমন, " দেশবাসী এই জঘন্য খুনির দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়েছেন" বা "সচেতন মহল এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন" বা "বিজ্ঞজনেরা মনে করেন সুশাসন না থাকায় এ ধরনের অপরাধ বেড়েছে" বা এরকম আরও হাজারো উদাহরণ প্রতিদিন প্রতিটি সংবাদেই পাওয়া যাবে।
কিন্তু বাস্তবে কি এধরনের মতামত সংগ্রহ করা সম্ভব? কেবলমাত্র 'ভুক্তভোগী' ছাড়া আর কোন পক্ষ যাদের কথা বলা হয় তাদেরকে আক্ষরিক অর্থে চিহ্নিত করাই তো সম্ভব নয়! কমপক্ষে কতজন লোকের মতামত নিলে তাকে দেশবাসীর মতামত বলা যাবে বা এর পদ্ধতিই কি বা কিম্বা বিজ্ঞজনের সংজ্ঞা কি, এধরনের হাজারো চলক এর সমাধান না করে আদৌ কি এভাবে দেশবাসী বা বিজ্ঞজনের মতামত সংগ্রহ সম্ভব? তাহলে আমাদের সংবাদজীবিরা কোন যাদুর কাঠির বলে বা দৈত্যের সহায়তায় নিত্য এ অসাধ্য সাধন করে? নাকি জনগণ বা বিজ্ঞজনের মতামত বলে প্রত্যেক দিন যা খাই তা আসলে সংবাদজীবিদের বদহজমের বমন? জাতিসহ অন্য সব পক্ষের বিবেক কি মিডিয়া লিজ নিয়েছে নাকি জাতি তাদেরকে বিবেকের মুখপাত্র নিয়োগ করেছে? এমন কোন খবর তো শুনিনি!
যদি তাই হয় তাহলে তো সংবাদজীবিরা প্রতিদিনই অসংখ্যবার আমাদের ধোকা দিয়ে সান্ডউইচ এর মধ্যে এইগুলান কি খাওয়ায়!?
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬
অরণ্য মিজান বলেছেন: অসাধারণ! ধন্যবাদ জনাব।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪
ব্লগ সার্চম্যান বলেছেন: সকলের বিবেক মরে গেছে।
২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৮
অরণ্য মিজান বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি বলে জাতি তাদের সাথে আছে, আওয়ামী লীগ বলে জাতি তাদের সাথে আছে...
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৯
অরণ্য মিজান বলেছেন: আসলে জাতি আছে যাঁতাকলে।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৩
মাহবুবুল আজাদ বলেছেন: কে রাখে কার খোঁজ ,
অবহেলিত আমরা প্রতি রোজ।