| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরণ্যক মিঠুন
আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। সাধারন মানের একজন মানুষ, ভুল করি, ভুল স্বীকার ও করি। আর যে জগতে আমি বিরাজকরি তা অনেকটা একা বসে পুরো আকাশের তারা দেখার মত।লক্ষ কোটি বর্ষদুরত্বেও সবাই কে দেখতে পাই,আপনার বলে মনে হয়। ব্যাস... আমি এই।
বোধহয় এমনি করেই ঘটে!
হাজার পৃষ্টা লিখেছি যে বিনা মলাটে।
পৃষ্ঠা ছিঁড়ে ,পৃষ্ঠা ওড়ে, পৃষ্ঠা গেল কই!
সুরহীনের এ ঐক্যতান আজ কেমন করে সই!
বাতায়নের হাওয়ায় হাওয়ায় উড়ে গেল যে!
হারিয়ে গেল শখের পাতা কত সহজে!
লিরিক লেখা অমিত্রাক্ষরে শ্রান্ত সে আওয়াজ
আমার নঁকশা আঁকা সূচিপত্র ধূসরধ্রুব আজ।
আঁতশকাচে চোখ রেখেছি খুঁজেছি বাক্য
আমার বিরানভুমি হাহাকারে দিয়েছে সাক্ষ্য।
আমার গ্রীষ্মের জল পাতায় পাতায় করেছে সিক্ত
আহা! কোন পাথারে অবগাহনে হয়েছে রিক্ত!
মন, আজ মনরে শুধায় নেই মনে কি তা?
শ্রুতি, তপ্তদহন অন্তর্জালের অসীম শূণ্যতা।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০
আরণ্যক মিঠুন বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৩
কালের সময় বলেছেন: ধন্যবাদ ভালো লাগলো ।