| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরণ্যক মিঠুন
আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। সাধারন মানের একজন মানুষ, ভুল করি, ভুল স্বীকার ও করি। আর যে জগতে আমি বিরাজকরি তা অনেকটা একা বসে পুরো আকাশের তারা দেখার মত।লক্ষ কোটি বর্ষদুরত্বেও সবাই কে দেখতে পাই,আপনার বলে মনে হয়। ব্যাস... আমি এই।
আহ! শেষ ফোঁটা রক্তের
কাল্পনিক নশ্বরতা।
তোমার সুঠাম অঙ্গসুষমা
অনন্ত নক্ষত্রের রাত্রির অবসানে
আমি মধু ফুলের দেখা পেয়েছি।
প্রেম, দ্রোহ, সারল্য, প্রশ্ন, উত্তর,
বচনের পর বচন, জেদ, বচন ভঙ্গিমা
হস্ত-পদ-স্কন্ধ দিয়ে বৃক্ষরাজি তে
বিরহের স্ফীতি,
পাজরগুলোকে করেছে রক্তাক্ত।
ইশ! তবুও বক্ষ যুগলকে করেছে সুঢৌল।
তোমার শরীরে জমে থাকা নিম্নার্ধে
মাঝরাতের ঘ্রাণ ছড়িয়ে পড়ে নিঃশ্বাসে।
তোমার অকিঞ্চনের বৃথা আস্ফালনে
সুখস্পর্শের এ দেহকাব্য লিখতে চেয়েছি।
তোমার হৃদয়ের অসীম অম্বরে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
আরণ্যক মিঠুন বলেছেন: সৌন্দর্যের মলাটবদ্ধতার অনুভূতিতে লেখা। কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩
সুলতানা রহমান বলেছেন: কঠিন! তবে শেষ দুইটা লাইন সুন্দর!