| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরণ্যক মিঠুন
আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। সাধারন মানের একজন মানুষ, ভুল করি, ভুল স্বীকার ও করি। আর যে জগতে আমি বিরাজকরি তা অনেকটা একা বসে পুরো আকাশের তারা দেখার মত।লক্ষ কোটি বর্ষদুরত্বেও সবাই কে দেখতে পাই,আপনার বলে মনে হয়। ব্যাস... আমি এই।

ফুল তবে এভাবেই ফুটুক
উদায়িত সূর্যও উঠুক।
এ রোশনীর শুভ্র জ্যোতি
যেথায় প্রজ্বলিত প্রজাপতি
আরও অনেক মনসবুজে
সব শুভাশিস বুঝ-অবুঝে ।
তবু যদি অবকাশে
রাজ্য হারায় কৃতদাসে
সে অন্তহীনের অন্তরালে
যখন-তখন মন হারালে
বর্ষা আনুক শ্রাবণধারা
সিক্ত হোক উষ্ণ যারা
তাদের তো আর নেইকো জুড়ি
এ যেন হৃদয়ের ইচ্ছেঘুড়ি
উড়তে থাকুক আকাশকুসুম।
তবুও যদি আসে না ঘুম
বরং কাটুক জীবন ধূপছায়াতে
এই যাপিতের মন-কায়াতে ।।
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছন্দময় কবিতা। ভালো লেগেছে।
৩|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার ছন্দময় কবিতা। বেশ ভাল লাগল। ![]()
৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২২
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।