![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
শহরে আজকাল কাক দেখি না বলে
বারবার মনে হয় এ কেমন ঋতু ফিরে এলো এই দেশে
যতবার মনে হয় পালিয়ে যাব কাকের বেশ ছেড়ে
ততবারই ভেসে আসে গোরখোদকের গান
ঘরের ভেতর থেকে
বস্তুত আমিও ছিলাম নরখাদকের বেশে
অভিশাপহীন শহরে-বন্দরে
এত যে জমালাম হাড়-গোড় মাংসের পাহাড়
ফিরে কি আসবে আর ঋতুর বাহার
অভিশাপহীন কোনো শয়তানের মনে
আজকাল যতই সংখ্যা বাড়ে
ডেকে উঠি কর্কশ নয় সমধুর স্বরে
তবে কি এই কাকহীন শহরে
আমিই হয়ে উঠেছি সেই অসহায় কাক
যে নিজেকে শুনিয়ে রাখছে রোজ
মৃত্যু আভাস
১৭.০৬.২০
২| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২
জুন বলেছেন: সমাজে অপাংতেয় উচ্ছিষ্টভোজী কাককে নিয়ে কবিতায় ভালো লাগা রইলো।
আমার প্রতিদিনের অতিথির একজন।
৩| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
কবিতা খুব ভাল লেগেছে।
কবিতায়,+
লিখতে থাকুন, সাথে আছি
শুভ কামনা।
৪| ১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: হে কাক/ কালো কাক/
৫| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: কাক না থাকলে কেউ কাক হবে কি না জানা নাই
তবে আমার এলাকায় কাকের অভাব নাই ।
৬| ১৮ ই জুন, ২০২০ রাত ১২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব প্রকাশ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৪
কাছের-মানুষ বলেছেন: ভাল কবিতা। কাককে ছোট বেলায় পছন্দ করতাম না তবে এখন ভাল লাগে।