নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন, যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন।

সূতা ছেড়া ঘুড়ি

সূতা ছেড়া ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

ম্যাশ যেদিন বিদায় নিবে,,,,,,,,,,

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৮:২০

"যেদিন মাশরাফি ভাই অবসর নিবে" দু'মাস আগে শেষবারের মতো সিগারেট ছেড়ে দেয়া ছেলেটাও হঠাৎ করে আবার চেইন স্মোকার হয়ে উঠবে "রিক্সাওয়ালা মামাটা সুন্দরী কোন মেয়েকেও রিক্সায় তুলতে মানা করে বলবে,"আইজকা মাফ করেন আপা, মনডা ভালা নাই....! . " কলেজ থেকে ফিরে এসে কোন বড় বোন বিনা কারণে ছোট ভাইটার সাথে রাগারাগি করে চড় মেরে বসবে। এরপর নিজেই রূমে যেয়ে দরজা বন্ধ করে পড়ে থাকবে।" মোবাইলে কথা বলে সারা রাত পার করে দেওয়া নতুন প্রেমিকও প্রেমিকাকে বলবে,"ফোনটায় না একটুও চার্জ নেই, চার্জার টাও খুজে পাচ্ছি না। খুজে পেলে পরে ফোন দেই প্লিজ?" অফিস থেকে ফিরে এসে কোন স্বামী 'কেন জানি শরীর টা ভাল লাগছে না' এই অজুহাতে সারাদিন অপেক্ষায় থাকা স্ত্রীর সাথে গল্প না করেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অন্য সময় এর মতো তার স্ত্রীও কেন কি হয়েছে, দেখি?' বলে ব্যস্ত হয়ে পড়বে না। ছলনার এই অভিনয়টুকু দুজনেই বুঝেও না বুঝার ভান করবেন। . ভার্সিটিতে সারদিন না খেয়ে থাকা কোন ছেলে রাতের বেলায় মা কে বলবে, "আজ বাইরে থেকে খেয়েএসেছি মা। " কাছের কেউ হয়তো সেদিন আমায় জিজ্ঞাসা করবে, "কি রে ব্যাটা, বাচ্চা পোলাপাইনের মতো কান্দোস কেন? আমি বলবো,"আরে ধুর! কান্দুম কেন? কান্দি নারে,,, চোখের কোন লিগামেন্ট এ নিশ্চয়ই কোন সমস্যা হইছে, এমনি এমনি ই পানি পড়তেছে!" হ্যাঁ ভালোবাসি তোমায় ... তুমি প্রতিটা ক্রিকেট প্রেমিদের মনে আজীবন থাকবে ম্যাশ বস .. আর তখন শুধু এইটুকই বলবো
#boss_we_will_miss_u. :(
#love_U

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:০১

শ. ম. দীদার বলেছেন: এটা ভাবতেও ভয় পাই রে ভাই। কিন্তু আপনি বাস্তবতাটা মনে করায়া দিলেন!
ভালো বলেছেন।

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫১

সূতা ছেড়া ঘুড়ি বলেছেন: তাই নাকি?? :)

২| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নেকা...

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৪

সূতা ছেড়া ঘুড়ি বলেছেন: কিছু পোড়ার গন্ধ পাচ্ছি্,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কারো অন্তর পোড়ল না তো,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, :p :p :p

৩| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৩

বেলায়েত হোসেন আখন্দ বলেছেন: নিদারুণ খাঁটি কথা।

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৯

সূতা ছেড়া ঘুড়ি বলেছেন: হ্যা গো ভাই
একদম হাচা কতা,,,,,,,,,, :)

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ ভোর ৫:০২

রক্তিম দিগন্ত বলেছেন:
ম্যাশ অবসর নিবে - সত্য এই কথাটা কখনোই মানতে পারিনা। সে অবসর নেওয়ার দিনও মানতে পারব না।
এখন হয়তো ভেবে রেখেছি - সে অবসর নিলে তাকে নিয়ে অনেক অনেক লেখা লিখব, যাতে করে পরবর্তী প্রজন্মের ক্রিকেট ভক্তরা বুঝতে পারে মাশরাফি কে ছিল, কী ছিল।

কিন্তু সত্যটা হল - ঐসময় হাত থেকে একটা লেখাও আসবে না। জাস্ট পাথর হয়ে যাব।

০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০২

সূতা ছেড়া ঘুড়ি বলেছেন: "ঐসময় হাত থেকে একটা লেখাও আসবে না। জাস্ট পাথর হয়ে যাব।"
কথাটা একদম সত্য্‌,,,,,,,,
:(

৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: বাহ!

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ২:০১

সূতা ছেড়া ঘুড়ি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.