![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহররমের ফযীলতঃ-
১. এই দিনে যে রোজা রাখলো সে যেন সারা বছর
রোজা রাখলো।
২. এই দিনে যে বেক্তি গোসল করবে মৃত্যু ছাড়া
অন্যান্যে অসুখ থেকে আল্লাহ পাক নিরাপদ
রাখবেন।
৩. এই দিনে যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র পরালো,
তাঁকে আল্লাহ পাক দোজখের আযাব থেকে মুক্তি
দান করবেন।
৪. এই দিনে যে ব্যক্তি রোগীর সেবা করলো,
আল্লাহ পাক তাঁকে বিনিময়ে সৌভাগ্যশীল
করবেন।
৫. এই দিনে যে ব্যক্তি কোন ইয়াতিমের মাথায়
হাত বুলাবে বা ক্ষুধার্তকে খাদ্য দান করবে বা
পিপাসার্তকে পানি পান করাবে আল্লাহ পাক
তাঁকে পরিতৃপ্ত করবেন এবং সালসাবিল নহরের
পানি দ্বারা তার পিপাসা নিবারন করবেন।
৬. এই দিনে যে ব্যক্তি স্বীয় পরিবার-পরিজনের
জন্য পরিতৃপ্তির ব্যবস্থা করবে, আল্লাহ পাক সারা
বছর তার রিযিক প্রশস্ত করে দেবেন।
আল্লাহ পাক যেনো আমাদের সকলকে আশুরার
পরিপূর্ন ফজিলত দান করেন! আমিন।
১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৬
সূতা ছেড়া ঘুড়ি বলেছেন: অন্য ধর্মের হওয়া স্বত্বেও ইসলাম ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট থাকার জন্য শুরুতেই আপনাকে ধন্যবাদ।
''শুধু এই দিন এই কাজগুলি করলে উপরের ফজিলত পাওয়া যাবে। ''
এ কথাটির মানে অনেকটা এ রকম যে- আপনি যদি সারা বছর এই কাজগুলো করেন তাহলে যে ফজিলত পাবেন, শুধু আজকের এই দিনে এ কাজগুলো করলেও সমান ফজিলত পাবেন। তার মানে এই না যে আজকে করেই শেষ, এটা আমরা মূসলিমদের জন্য একটা বিশাল বোনাস মাত্র.............।
২| ১১ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ পাক যেনো আমাদের সকলকে আশুরার পরিপূর্ন ফজিলত দান করেন! আমিন।
প্রামাণিক ভাই পজিটিভলি নেন..
মানে আমরা যেমন অন্যান্য বিভিন্ন বিশেষ দিবসে কিছু কাজ করি অন্যদিনও তেমন কাজ নিয়িমত করার অনুপ্রেরণায়- এই দিনে তেমনি কাজের অভ্যাসগুলো গড়তেই বিশেষ কল্যানের আহবান করা হয়েছে
১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৯
সূতা ছেড়া ঘুড়ি বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০০
প্রামানিক বলেছেন: কথাগুলো মাথায় ঢুকল না, শুধু এই দিন এই কাজগুলি করলে উপরের ফজিলত পাওয়া যাবে তাহলে কি সারা বছর আর কিছু করা লাগবে না?