নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, \nমহা-প্রলয়ের আমি নটরাজ, আমি\nসাইক্লোন, আমি ধ্বংস!

সপ্তাংশু অর্পণ

নিজের লেখাই নিজের শ্রেষ্ঠ পরিচয়।

সপ্তাংশু অর্পণ › বিস্তারিত পোস্টঃ

ন্যাসী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

চাঁদ কি বলবো তোমায়?
কি করে বর্ণিত করবো তোমায়?

তুমি অবর্ণনীয়, তুমি অতুলনীয়
তুমি স্পষ্ট, তুমি অস্পষ্ট।
সাদা বিধবার সাজে তুমি সবসময়,
কিন্তু তুমি কি বিধবা?

কখনো আবছা, কখনো চাকচিক্য
তুমি রমণী আবার তুমিই পুরুষ,
তুমি বিশাল, তুমি ক্ষুদ্র,
তুমি আমি, তুমি তুমি;
তুমি সৃষ্টি, তুমি ধ্বংস,
তুমি অন্ধকার, তুমি আলো।

কখনো তুমি বাঁশবাগানে,
কখনো তুমি ধানক্ষেতে,
কখনো তুমি মধ্যরাতে,
কখনো তুমি ব্যস্ত নগরীতে।

তুমি ধীর, তুমি চঞ্চল,
তুমি বীর, তুমি ভীতু,
তুমি অসীম, তুমি সসীম
আমি তোমারই রুপ দেখেছি;
কখনো মায়ের কোলে,
কখনো সাইকেল চালাতে চালাতে,
কখনো হাতে সিগারেট রেখে,
কখনো প্রেমিকার হাতের নরম-কোমল স্পর্শে।

তোমাতেই হারিয়েছি সব-
নিজেকে আর নিজের চেনা সত্ত্বাকে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.