নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, \nমহা-প্রলয়ের আমি নটরাজ, আমি\nসাইক্লোন, আমি ধ্বংস!

সপ্তাংশু অর্পণ

নিজের লেখাই নিজের শ্রেষ্ঠ পরিচয়।

সপ্তাংশু অর্পণ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুঞ্জয়ী হৈম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

পাহাড়ের উচ্চ শৃঙ্গে উঠে বার বার
আকাশটাকে পেয়েছিলে হাতের কাছে।
সাদা তুলোর মতো মেঘ নিয়ে
খেলেছিলে আপন মনে।
গিরিরাজ, ভালোবেসেছে তোমায়
ফিরলে না আর আমাদের মাঝে?

হৈম, তোমার মৃত্যু নেই
মৃত্যু? সে তোমার জন্য নয়!
হয়তো লুকিয়ে রয়েছ ঐ শৃঙ্গের
কোন বরফের ভাঁজে।
পাহাড়ের উচ্চে উঠে বার বার
তাকিয়েছ সমতলের দিকে
ছবির মতো পাহাড়ের বাড়ী-ঘর-গিরিপথ
সবই রয়ে গেল তোমার মনের ক্যানভাসে।

মৃত্যু? সে তোমার জন্য নয়!
হৈম, তোমার মৃত্যু নেই
তোমার মায়ের মতো
আমরাও অপেক্ষায় বসে আছি পথের দিকে চেয়ে।
কোন একদিন--একমুখ হাসি নিয়ে
বলবে এসে,
উফফ! আটকে পড়েছিলাম
তুষার ঝড়ের মাঝে।

কোন একদিন----
আসবে ফিরে তোমার মাকে ভালোবেসে
মা বলবে, ওরে হৈম! এসেছিস ফিরে?
হাজার চুমুতে ভরিয়ে দেবে
তোমায় বুকে টেনে নিয়ে।

হৈম তোমার মৃত্যু নেই!
মৃত্যু? সে তোমার জন্য নয়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.