![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের লেখাই নিজের শ্রেষ্ঠ পরিচয়।
সত্যি বলছি, আমি আজ ভালো আছি
তোমার নখের খোঁচায় কালো হয়ে যাওয়া-
হাতের কব্জিটা দেখে আমি ভালো আছি।
তোমার আর্ট করা পেন্সিলটার ধারালো
মাথাটা দেখে আমি ভালো আছি।
রক্তাক্ত হাত মুষ্টিবদ্ধ করে আমি
প্রতিজ্ঞা করতে পারি-
আমি ভালো আছি।
হয়তো তোমার জন্য,
তোমার লম্বা চুলের জন্য,
তোমার মায়াবী চোখের জন্য,
তোমার গোলাপি ঠোঁটের জন্য,
তোমার হাতের নখের জন্য-
আমি ভালো আছি।
বুকের বাম-দিকের চিনচিনে ব্যথা
অগ্রাহ্য করেই বলছি-
আমি ভালো আছি।
একগুচ্ছ গোলাপ নিয়ে আমি বলতে পারি;
আমি ভালো আছি।
সুতরাং আমি ভালো আছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
সপ্তাংশু অর্পণ বলেছেন: ভালো থাকতে পারি আর না পারি, অভিনয়টা ভালোভাবে করতে পারি। হ্যাঁ আমি ভালো আছি।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো থাকাটাও একটা আর্ট। সবাই পারে না।
শুভকামনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪
সপ্তাংশু অর্পণ বলেছেন: অবশ্যই শিল্প। তবে সেটা খারাপ থাকার সময়েই। আর শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
রিপি বলেছেন:
এত কিছু নিয়ে ভালো থাকাটা বিশাল একটা ব্যাপার। সবাই তা পারেনা। কবিতায় ভালো লাগা রইলো।
০২ রা মে, ২০১৬ বিকাল ৪:২৮
সপ্তাংশু অর্পণ বলেছেন: সবাই এতো কিছু নিয়েই ভালো থাকে, কেও সহজে প্রকাশ করতে পারে আর কেও পারে না।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: ভাল থাকুন সব সময় সে কামনা রইল।
লেখায় ভাল লাগা।