নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, \nমহা-প্রলয়ের আমি নটরাজ, আমি\nসাইক্লোন, আমি ধ্বংস!

সপ্তাংশু অর্পণ

নিজের লেখাই নিজের শ্রেষ্ঠ পরিচয়।

সপ্তাংশু অর্পণ › বিস্তারিত পোস্টঃ

বাসন্তী ভালোবাসা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

বসন্ত, তুমি আবার এসেছ?
তোমার রুক্ষতা নিয়ে!
গাছের ঝরা পাতায় মর্মর আওয়াজ
তুলতে তুমি এসেছ!
কড়া রোদের নিষ্প্রাণ দুপুর তো-
তোমারই আগমন।

তবে এবারও কি তুমি,
আমার জন্য কিছুই রাখবে না?
আমায় শূন্য করার পণ নিয়ে এসেছ, নিশ্চয়ই?
তবে করে দাও আমায় শূন্য।

লু হাওয়ায় আমি আজও তার,
চুলের গন্ধ পাই।
বছর পার হয়ে গেল-
কিন্তু আমার হাহাকার আজও;
বসন্তের প্রকৃতির মতো।

বসন্তের বর্বরতা আমি দেখতে চাই নি,
বসন্তের প্রেমের রূপটি, শুধু প্রেমের
রূপটি আমি পান করতে চেয়েছিলাম।
কিন্তু, বসন্ত তুমি আমাকে
উপহার দিলে এক নিষ্প্রাণ বর্বরতা!

একটুকরো বাসন্তী ভালবাসার জন্য,
আর পেলাম কি না-
একরাশ বসন্তের রুক্ষতা!
তবে আজ তোমার ইতি এখানেই।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

সৈয়দ আজিজুল ইসলাম বলেছেন: সুন্দর

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সপ্তাংশু অর্পণ বলেছেন: অশেষ ধন্যবাদ। আমি সিক্ত!

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি তার রূপ নিয়ে উপস্হিত হয় সবার দ্বারে; কবি যদি মনস্তাপে থাকে, বসন্তকে লু মনে হতে পারে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

সপ্তাংশু অর্পণ বলেছেন: ভালো বলেছেন। মনই তো সব কিছুর নিয়ন্ত্রক। আর লু শব্দটা আমি হুমায়ূন আহমেদ স্যারের কাছ থেকে ধার নিয়েছি।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ,,, অসাধারণ...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

আজাদ মোল্লা বলেছেন: চমৎকার ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল হয়েছে বাসন্তি কবিতা।
প্রথম প্লাস!

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৯

সপ্তাংশু অর্পণ বলেছেন: বসন্ত নিয়ে খানিক মাতামাতি করেছিলাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.