নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, \nমহা-প্রলয়ের আমি নটরাজ, আমি\nসাইক্লোন, আমি ধ্বংস!

সপ্তাংশু অর্পণ

নিজের লেখাই নিজের শ্রেষ্ঠ পরিচয়।

সপ্তাংশু অর্পণ › বিস্তারিত পোস্টঃ

কিছু করতে পাবার জন্য

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

তবে কি আমি তোমার জন্য
কিছুই করতে পাবো না!
আমি আসাধারণ কেও নই।

আমি রবীন্দ্রনাথ ঠাকুর নই
তাই আমি তোমার জন্য-
প্রেমের গান লিখতে পারবো না,
আমি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নই
তাই আমি তোমার জন্য-
প্রেমের কবিতা লিখতে পারবো না,
আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নই
তাই আমি তোমার জন্য-
একগুচ্ছ প্রেমের উপন্যাস লিখতে পারবো না,
আমি হুমায়ূন আহমেদ নই
তাই আমি তোমার জন্য-
একের পর এক গল্প লিখতে পারবো না।

আমি কেবলই বসন্তের কোকিলের মত;
যে তোমায় অল্প সময়ের জন্য-
গান গাইয়ে ভুলিয়ে রাখবে,
আবার সময় হলে হারিয়েও যাবে।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২২

ক্ষুদ্রমানব বলেছেন: অসাধারন লিখেছেন জনাব। 8-|

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৪

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো। পারবেন বলতে বলতেইতো লিখে ফেললেন। হা! হা! হা!

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

সপ্তাংশু অর্পণ বলেছেন: ঠিক এভাবে বলতে চাই নি, কিন্তু নিজের অপ্রকাশিত কথাগুলোতো বলতেই হত।

৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভালো লেগেছে। তবে কবিতার যে ডেপথ থাকা উচিত সেটা ছিল না।

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সপ্তাংশু অর্পণ বলেছেন: অতোটা গভীরভাব নিয়ে লিখি নি, তাই হয়তো। তবে সব কবিতার গভীরভাব থাকাটা ঠিক না। কিছু কিছু কবিতা থাকে যেখানে, নিজের কথা ব্যক্ত করাটাকে আমি স্বার্থক কবিতা বলতে পারি।
তবে পরের কবিতাগুলোতে সংশোধন করার চেষ্টা করবো। আর সবশেষে লেখক আপনাকে ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০

সোজোন বাদিয়া বলেছেন: বসন্তের কোকিলতো সুবিধাবাদী। আপনি কি বুঝেশুনেই এমন হতে চাচ্ছেন? অবশ্য কবিতায় নাকি সবই হওয়া যায়। লিখে যান।

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সপ্তাংশু অর্পণ বলেছেন: আমি বসন্তের কোকিলের মাত্র একটি বৈশিষ্ট বলেছি। সে সুবিধাবাদী কি না এই ব্যাপারে আমার মাথাব্যথা নেই। সে গান গেয়ে আমাকে মুগ্ধ করতে পারে এইটাই আমার সব থেকে বড় পাওয়া।

৫| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:২৫

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৪

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৯

খোলা মনের কথা বলেছেন: অসাধারণ লেখা। ভাল লাগল।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৯

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কল্লোল পথিক বলেছেন:





ভাল লেগেছে।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ জনাব। আপনাদের অনুপ্রেরণা আমাকে অনেক অনুপ্রাণিত করবে।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: লিখতে থাকুন, অবশ্যই পারবেন।
অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.