![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের লেখাই নিজের শ্রেষ্ঠ পরিচয়।
কি বলছো তুমি?
তুমি রোদের সাথে খেলা করবে?
ঐ রোদ তোমাকে পুড়িয়ে দিয়ে যাবে।
আমি জানি, রোদের তাপ তোমার সহ্য হয় না।
তুমি তবুও রোদকেই ভালোবাসো?
কিন্তু ঐ রোদ তোমাকে সামান্যতমও ভালোবাসে না!
তুমি বৃষ্টিতে ভিজবে? ভিজো;
আমি তোমায় বাঁধা দিবো না,
আমাকে সেই ক্ষমতা দেয়া হয় নি।
কিন্তু বৃষ্টির জল তোমাকে পছন্দ করে না।
আমি তোমাকে বলেছিলাম,
চলো জোছনায় স্নান করি-
তুমি আমাকে ফিরিয়ে দিলে!
তুমি জোছনার সাথে ছায়ার খেলা, খেলে দেখেছো?
তুমি একবারও জোছনায় ভিজো নি
একবার ভিজে দেখতে-
কথা দিলাম জোছনা তোমাকে পরিপূর্ণতা দিবে।
চলো না, আজ রাতে জোছনায় স্নান করবো-
গা ভেজাবো জোছনার আলোয়
নিজেদের উজার করে দিবো আজ এই
পূর্ণিমার রাতে! মাত্র এই একবার-
জোছনায় ভিজে দেখো;
তুমি নীল শাড়ীতে আর,
আমি না হয় টকটকে হলুদ পাঞ্জাবী'টাই পড়ে আসবো!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯
সপ্তাংশু অর্পণ বলেছেন: হাহাহাহাহা! হিমুরা হয়তো কবিতা লিখে না তারা কেবল বাস্তবতার ঘোর থেকে বের হয়ে অবাস্তবকে বাস্তবতায় রূপ দেয় আর এজন্যই বোধহয় রূপাকে দরকার হয় হিমু'দের।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগছে শুভকামনা
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩২
সপ্তাংশু অর্পণ বলেছেন: আপনাদের ভালো লাগাই আমার প্রাপ্তি। ধন্যবাদ আপনাকে।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২
জেআইসিত্রস বলেছেন: জোছনায় ভিজে দেখো;
তুমি নীল শাড়ীতে আর,
আমি না হয় টকটকে হলুদ পাঞ্জাবী'টাই পড়ে আসবো!
চমৎকার কথাকাব্য ।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
সপ্তাংশু অর্পণ বলেছেন: সৃষ্টি হয়তো মানুষের অন্তরে, সেটাকে সবার সামনে প্রকাশ করাটা নিঃসন্দেহে সাহসী কাজ। আর আমি আমার কাজ করেছি শব্দের পর শব্দ জুড়ে দিয়ে সৃষ্টি করি কবিতা আর সেটা যদি কারো ভালো লেগে যায় তবেই তো আমার লেখা সার্থক।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩
রাজসোহান বলেছেন: ভালো হয়েছে। প্লাস!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
সপ্তাংশু অর্পণ বলেছেন: প্লাস! ধন্যবাদ।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
বিজন রয় বলেছেন: সুন্দর কবিতা।
++++
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
সপ্তাংশু অর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
আমিই মিসির আলী বলেছেন: এত গভীর অনুনয় করলে দিলওয়ালী সকল ললনাই নীল শাড়ি পড়ে জ্যোৎস্না বিলাশ করতে বাধ্য।
কবিতা ভালো লাগিলো।
+
২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
সপ্তাংশু অর্পণ বলেছেন: আজ অব্দি আমি কেবল হলুদ পাঞ্জাবী পড়েই ঘুড়েছি, সে কেবল মিথ্যে আশ্বাস দিয়ে গিয়েছে সবসময়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০
আলোরিকা বলেছেন: হিমু কবিতা !!!