নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, \nমহা-প্রলয়ের আমি নটরাজ, আমি\nসাইক্লোন, আমি ধ্বংস!

সপ্তাংশু অর্পণ

নিজের লেখাই নিজের শ্রেষ্ঠ পরিচয়।

সপ্তাংশু অর্পণ › বিস্তারিত পোস্টঃ

পাবার অধীনতা

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

তুই কি আমার কবিতা হবি?
তোকে নিয়ে আমি খাতায় পুড়ে রাখবো।

তুই কি আমার কলম হবি?
তোকে নিয়ে আমি গল্প লিখবো।

তুই কি আমার আঁকার সাদা পৃষ্ঠা হবি?
যে পৃষ্ঠায় আমি তোর স্কেচ আঁকবো।

তুই কি আমার গাছের পাতা হবি?
যে পাতা ঝড়ে মাটিতে পড়ার আগেই আমি আলতো করে তুলে নিবো।

তুই কি আমার সকালের চা'এর প্রথম চুমুক হবি?
যা আমাকে সারাদিন ক্লান্তি করার রশদ যোগায়।

তুই কি আমার ভাঙ্গা মুঠোফোন হবি?
যাকে আমি কখনো আমার হাতছাড়া করি না।

তুই কি আমার হাতের ঘড়ি হবি?
যে ঘড়ি আমার হাতের কব্জির সাথে শক্ত করে বাঁধা থাকে।

তুই কি আমার দিনের শেষ সিগারেটের শেষ টান হবি?
যাকে আমি আমার দু'ঠোঁটের আলতো ছোঁয়া দিয়ে ভরিয়ে দেই।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

বিজন রয় বলেছেন: সুন্দর, সুন্দর।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৭

সপ্তাংশু অর্পণ বলেছেন: ধন্যবাদ পাঠক। পাশে থাকবেন।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩১

রিপি বলেছেন: ভালো লাগলো। প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.