নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A R Prince

@প্রিন্স@

love to love...

@প্রিন্স@ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ ডা: জাকরি নায়কে।

১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪২

সম্প্রতি ডা: জাকির প্রসঙ্গে বেশ কিছু পোষ্ট দেখে আমার অভিব্যাক্তি প্রকাশ করছি....

আমি ডা: জাকিরের উকিল না।এটা একান্তই আমার নিজস্ব মত। কাউকে খুশী বা বেজার করার জন্য নয়।



জাকির সাহেব ভূল করলে সেটা তার আর আল্লাহর ব্যাপার। আমি বুঝতে পারি না লোকজন কেন যে এত কমপ্লেগজিটি তৈরী করে?? আমারা অধিকঅংশরা যেটা করি সকালে উঠে ২ পাতা কুরআন পড়ি সওয়াবের আশায়। সওয়াব দিয়ে আমি করবটা কি যদি আল্লাহ আমাকে যে জন্য দুনিয়ায় পাঠালেন তা না করতে পারি?

এই কুরআন নামক বইটা জরিপ অনুযায়ী পৃথীবীর সর্বাধীক পঠিত বই। মজার ব্যাপার হচ্ছে অধিকাংশ পাঠকই জানে না সে কি পড়ছে। একটা ছিনেমা দেখেিছলাম যাতে রিমান্ডে আসামীর হাতে তাবিজ খুলে দেখে আরবী লেখা। আসামী মুসলীম।৯/১১ এর হামলার অভিেযাগ তার বিরুদ্ধে।

কি লেখা এতে?

আমি জানিনা।

জাননা হাতে পড়েছ কেন?

আমাদের (ইসলাম) ধর্মগ্রন্থের কথা লেখা এতে। অামরা এটাকে সম্মান করি ,পাঠ করি কিন্তু সবাই অর্থ জানি না।

এফ বি আই এবার অবাক হয়ে গালি দেয়। অর্থ জান না, অথচ পড়।

এটা কোন ধরনের আহম্বকি!



ব্যাপারটা আমার মাথায় ঢুকে যায়। পুরো কুরআনের অনুবাদ পড়তে প্রথমবার সময় লেগেছিল ১ বছর । ২য় বার ৭/৮ মাস ৪র্থ বারের মতো শেষ হবে অল্পকিছুদিন পরে।

হাদীসের ব্যাপারেো আমার একই মত।

আমরা হিনমন্নতায় ভুগি। কুরআনটা আল্লাহ তো আমার জন্যই দিলেন নাকি? আমার জন্য যখন আমি পড়তে পাড়লে তো আস্তে অস্তে বুঝব। কোনো বই- ই একবার পড়ে বুঝা সম্ভব না।

এবার প্রসঙ্গে আসি। আমি এমন অনেক ইসলাম প্রচারকের এমন অনেক ভূল জানি যা জনসম্মুখে বললে সমাজে বিশৃংখলা বই শৃংখলা আনবে না। তারা বড় বড় আলেম। তাদের ভূল সময় সুয়োগ পেলে পারসোনালী বলার চেষ্টা করি। সে লোকটা তার সাধ্যানুযায়ী দ্বীনের সার্ভিস দিয়ে যযাচ্ছেন। আমি পারছি না। জান্নাতে সে আমার চেয়ে ভাল ফ্লাট পেয়ে যাবে সেই ঈর্ষায় কাতর হয়ে তাকে টেনে নিচে নামাতে গিয়ে নিজেকে জাহান্নামের জন্য উপযুক্ত করে ফেলব এমন বেআক্কেল হবার আগে আজরাইলের মোলাকাত কামনা করি।

অনেকের অনেক ভূল আছে। সেগুলো শুধরানোর সিস্টেম আল্লাহ বলেছেন, মুহাম্মদ স: দেখিয়েছেন।

তা না করে অবুল মনসুরের গল্পের চরিত্রের মত নিজেকে জাহান্নামের প্রহরীর ভূমিকায় অবতীর্ন করছি।

দু:খজনক! সতি্যই দু:খজনক। আরে ভাই যে লোকটা ২৪ ঘন্টায় ২-৩ ঘন্টার বেশী গড়ে ঘুমাতে পারেনা পড়াশুনা আর দ্বাওয়াতে দ্বীনের কাজে সে লোকটা কি এতই কনজারভেটিভ যে আমি শুভাকাংখী হয়ে তার ভূল ধরাযে দিলে সে নিজেকে

শুধরে নেবে না? একই কোরআন একই হাদীস তারপরও সবার ব্যাখ্যা হুবহ এক হবে না। এভরিঅন ইজ ইনডিভিজুয়াল। ছোটোখাটো অমিল থাকবে সেটা আল্লাহও জানেন বলেই সূরা অরাফে বলেছেন সেগুলৈা তিনি বিচারের পরে নিজে মিমাংষা করে দিবেন। ময়দানে আরাফায় আমাদের মালিক আমাদেরকে ছোটখাটো ভূলের জণ্য লজ্জিত না করূণ।।।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৩১

এস এম সাইদুর রহমান বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮

@প্রিন্স@ বলেছেন: thank u

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.