![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা ইনভেস্ট না করে ১ থেকে ৩ বছর পর আপনাকে খুব ভাল প্রফিট দিতে পারে এবং এই মুহুর্তে ফ্রিতে পেতে পারেন এমন কিছু ক্রিপ্টো কয়েনের মধ্যে সবচাইতে এগিয়ে আছে pi.
মজার ব্যাপার হলো pi হচ্ছে সর্বপ্রথম কয়েন যা মোবাইলে মাইন করা সম্ভব। মাইনিং না আসলে ! যাস্ট তাদের কমিউনিটিতে একটিভ থাকার জন্য আপনাকে প্রতিদিন ৩ থেকে ৪ টা করে কয়েন দিবে। এক্সচেঞ্জে লঞ্চ না হওয়াতে এই pi কয়েনের কোনো বাজার মূল্য আপাতত নেই। একটা আলাদা pi কমিউনিটি আছে যেখানে প্রতি pi ১০০ ডলার পর্যন্ত বিক্রি হয়, অথবা আপনি ১০০ ডলারের শপিং করতে পারবেন। তবে এই মুহুর্তে pi লেনদেন ইলিগ্যাল এবং এর জন্য আপনার pi একাউন্ট ডিলিট হতে পারে।
এই pi নেটের কন্সেপ্ট কপি করে অলরেডি আরো কয়েকটা কোম্পানি কাজ চালাচ্ছে, তাদের কমিউনিটিও বেড়ে যাচ্ছে দিন দিন।
এখন কথা হচ্ছে pi ফ্রিতে কেনো দিবে যদি এতই দাম হয় ?
- ফ্রিতে দিচ্ছে তা না ! আপনি এই কয়েন পাচ্ছেন তাদের কমিউনিটিতে একটিভ থাকার জন্য। শুরুতে এর লিগ্যাল দাম ০.০০১ ডলার থেকে ১ ডলারো হতে পারে এবং আস্তে আস্তে বাড়তেও পারে অথবা একেবারে কমেও যেতে পারে, মার্কেট আউট ও হতে পারে। কিন্তু যেই কমিউনিটিতে ১৪ মিলিয়ন একটিভ মেম্বার রয়েছে সেই জিনিস ফেইল করার সম্ভাবনা খুব কম। টেসলা, বা এমাজনের সাথে যদি পাই কানেক্টেড হয়ে যায় তাহলে আপনাকে বলে দিতে হবেনা আপনি ফ্রিতে এখন গোল্ড পাচ্ছেন। তবে তা এখনো সম্ভাবনার কথা, শিওর না।
জিনিসটা এখন একদম ফ্রি। কোনো টাকা লাগবেনা। যাস্ট প্রতি ২৪ ঘন্টা পর একবার তাদের কমিউনিটিতে একটিভ হতে হবে। যাস্ট একবার। মাত্র ৫ সেকেন্ডের কাজ।
এখন কথা হচ্ছে কিভাবে কি করবেন ?
আপনাকে তাদের এপ ডাউনলোড করতে হবে, সাইনাআপ করতে হবে এবং প্রতিদিন একবার ঢুকে আপনার হাজিরা দিতে হবে যে, আপনি এই pi কমিউনিটিতে লয়াল।
pi পেলেই কি আপনি লাখপতি ?
- জ্বি না, এটা এখনো মূল্যহীন।
pi টিমও বলছেনা এই কয়েন থেকে আপনি শতভাগ লাভবান হবেন তারা বলছে তারা শতভাগ চেষ্টা করবে pi কয়েনকে সফল করার জন্য। আর pi এর সফলতার জন্য কমিউনিটি একটিভ হওয়া খুব প্রয়োজন। যেমনটা বললাম, এখন পর্যন্ত ১৪ মিলিয়ন একটিভ মেম্বার এন্ড কাউন্টীং।
আর এটি যদি স্ক্যাম ও হয় তাহলে আমার মনে হয়না আপনার তেমন লস হবে। কারন আপনার পুজি শুধু দিনে ৫ সেকেন্ড। এপকে ফোনের কোনো পার্মিশান দিতে হবেনা। আর রিস্কের চাইতে যদি রিওয়ার্ড রেশিও বেশি থাকে তাহলে আমার মনে হয় pi তাদের জন্য বিরাট সুযোগ যারা ১২-১৩ সালে বিটকয়েন না পাওয়ার হতাশায় ভুগছেন, অথবা টাকা দিয়ে কোনো কয়েন যারা কিনতে চাচ্ছেননা তারা pi কে একটা ট্রাই দেন। এটা এখনো ফ্রি, তবে বেশিদিন থাকবেনা ফ্রিতে। এখন পাচ্ছেন, কিছু নিয়ে নেন। লাভ না হলে নাই, লস ও হবেনা কিছু।
তাহলে প্লে স্টোর থেকে এপটা নামান। pi network লিখলে পেয়ে যাবেন। এরপর ফোন নাম্বার দিবেন, পাস দিবেন, আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন আর ইউজার নেম দিবেন। এরপর ইনভাইটেশন কোড চাইবে।
ইচ্ছা হলে আমার ইনভাইটেশন কোড ahadryhan ব্যাবহার করে এপে জয়েন হতে পারেন অথবা গুগুলে সার্স দিয়ে অন্য কারো কোডেও জয়েন হতে পারেন। যারটা ইচ্ছা ব্যাবহার করেন, ব্যাপার নাহ। তবে আপনাকে মাস্ট কারোনা কারো ইনভাইটেশন কোড ব্যাবহার করে জয়েন হতে হবে। এছাড়া জয়েন হতে পারবেননা।
আমার কোড ব্যাবহার করে এড হলে আমাকে সিকিউরিটি সার্কেলে এড করে নিতে পারেন।
শুরুতে আপনি ঘন্টায় ০.১২ pi করে পেতে থাকবেন। খুব সম্ভাবনা আগামী pi দিবসে এটি এক্সচেঞ্জে লঞ্চ হবে। আর সেটি হলে আপনার হাতে আরো ১ বছর সময় আছে ফ্রিতে pi আর্ন করার। করলে এখনি করুন।
আমি নিজে ১৫ দিন আগে জয়েন হয়েছিলাম যাস্ট বিষয়টা দেখার জন্য, এরপর বিস্তারিত ঘাটাঘাটী করে দেখলাম, জিনিস্টা আসলেই ইন্টারেস্টিং।
এই প্রজেক্ট যদি ফেইল করে আমার কোনো লস নাই আর লাভ হলে পুরাটাই লাভ। ৯-১০ সালে বিটকয়েনকে কেউ পাত্তা দেয়নাই। এখন আমি যাস্ট pi সম্পর্কে জানার পর pi কে পাত্তা না দিয়ে থাকতে পারিনি। ওকে ?
আর কোনো জিজ্ঞাসা থাকলে ফিল ফ্রি টু আস্ক মি।
pi দিবসের লেইট শুভেচ্ছা।
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩২
আহাদ রায়হান বলেছেন: ৫ হাজার ডলার খরচ করে একটা মাইনিং রিগ বানান। জমি কিনা লাগবেনা।
২| ১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব বড় হও বড় হবানা
এ্ত লোভ এই বয়সে ঠিক মানায়না!!
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৫
আহাদ রায়হান বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনি মনে হয়না যথেষ্ট বড় হয়েছেন, তাই কোনটা লোভ আর কোনটা সুযোগের ব্যাবহার তার তফাৎ বুঝতে পারেননি। আপনারা ভাই ডেস্টিনিতেই টাকা লাগান। লল
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৪০
আহাদ রায়হান বলেছেন: গত কয়েকদিনে ১০-১২ জনকে পাই বিক্রি করে দিয়েছি। একেকজন ১০-১২ হাজার টাকা পেয়েছে।
৩| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:২২
রাজীব নুর বলেছেন: দুনিয়া এত সহজ!
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৩৬
আহাদ রায়হান বলেছেন: আমার লেখা পড়ে কি মনে হয়েছে দুনিয়া সহজ ?
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৩৯
আহাদ রায়হান বলেছেন: গত তিন দিনে প্রায় ১ লক্ষ টাকার পাই ১০-১২ জনকে বিক্রি করে দিয়েছি।
৪| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: ৫ হাজার ডলার খরচ করে একটা মাইনিং রিগ বানান। জমি কিনা লাগবেনা।
-মাইনিং রিগ কি ঘরের সামনে রাখবো? মাইন না থাকলে রিগ দিয়ে কি করবো?
১৬ ই মার্চ, ২০২১ রাত ১২:৫৩
আহাদ রায়হান বলেছেন: রিগ কোলে নিয়ে শুয়ে থাকবেন।
৫| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১:৪২
রেজওয়ান ইসলাম বলেছেন: ডিজিটাল রুপকথা।
১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৫
আহাদ রায়হান বলেছেন: রুপকথাই ভাই। কে জানতো বিটকয়েন ৬০ হাজার ডলারে এসে ঠেকবে। ১১ সালে আমার বন্ধু আমাকে জানাইছিলো বিটকয়েনের কথা। আমি বললাম ফাউ।
৬| ১৬ ই মার্চ, ২০২১ রাত ১:৫৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: রিগ কোলে নিয়ে শুয়ে থাকবেন।
-আপনি ভালো সেলস-পারসন নন; আপনি ফরালিনযুক্ত মাছ বিক্রয়ের মানুষ।
১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৩
আহাদ রায়হান বলেছেন: সেলস পার্সন না আমি। সেল করতে চাইলে ফেসবুকে গ্রুপে গ্রুপে পোষ্ট দিতাম।
৭| ১৬ ই মার্চ, ২০২১ ভোর ৬:৩০
Imran Khan 017 বলেছেন: Download দিয়েই রাখি
১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২২
আহাদ রায়হান বলেছেন: শুধু ডাউনলোড করে রাখলে হবেনা। একাউন্ট করতে হবে, কমিউনিটিতে একটিভ হতে হবে।
৮| ১৬ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৬
আহাদ রায়হান বলেছেন: যারা মন্তব্য করেছেন ধন্যবাদ। যারা মাইনিং বুঝেন ক্রিপ্টো কারেন্সি বুঝেন তারা ব্যাপারটা সহজে বুঝবেন এবং এর সম্ভাবনাকে বুঝতে পারবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২১ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
আমি ফ্রি চাই না; আপনি আমাকে যায়গাটা চিনিয়ে দেন, আমি জমি কিনে নিয়ে মাইনিং শুরু করবো। কয়েনগুলো মেটালিক তো? কোন মেটাল থেকে তৈরি, আকৃতি কি রকম, সাইজে কত বড়?