নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষাদ

আমি জানি আমি জানি না

ব্যতীপাত

স্থপতি

ব্যতীপাত › বিস্তারিত পোস্টঃ

কোন ইসলামের হেফাজত করবেন হে হেফাজতে ইসলাম ?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৯



কোন ইসলামের হেফাজত করবেন হে হেফাজতে ইসলাম ?

আপনারা বলছেন- আল্লাহর আইন চালু করার জন্য আমাদের সংগ্রাম । কিন্তু এই দাবী তো জামাতীদের ছিল –কি করে মিলে গেল আপনাদের সাথে ? আবার বলছেন জামাতের সাথে কোন সম্পর্ক নাই । জামাত অতি সম্প্রতি তাদের গঠনতন্ত্র থেকে এই দাবী বাদ দিয়েছে নির্বাচন কমিশনে গঠনতন্ত্র জমা দেয়ার সময় । এখন কি আপনারা তাদের বাতিল কাজটি করার দায়িত্ব আপনারা নিলেন ?

আপনারা কোন ইসলামের হেফাজত করবেন হে হেফাজতে ইসলাম ?

আওয়ামি লীগ তো মুসলমানদের দ্বারাই গঠিত দল । কোরান সুন্নাহর পরিপন্থি কোন আইন করবে না বলে তারা প্রতিশ্রুতি বদ্ধ । কেবল আপনাদের কথা মত না চললে তাদের নাস্তিক সরকার বলবেন ?

ইমরান কে গ্রেফতার আপনাদের একটি দাবী- কিন্তু তার দোষ কি ? সে তো বার বার বলছে সে বিশ্বাসী মুসলিম-আস্তিক । তাহলে আপনারা তাকে নাস্তিক বলার কে ?

আপনারা কি সেই হাদিসটি পড়েন নাই –‘কেউ নিজেকে মুসলমান বললে অন্য কারও অধিকার নাই তাকে নাস্তিক বলার ?

কোন ইসলামের হেফাজত করবেন হে হেফাজতে ইসলাম ?

শোলাকিয়য়ার ইমাম সাহেব , যিনি পৃথিবীর সবচেয়ে বড় জামাতের ইমাম- তার ইসলাম কি ইসলাম নয় । আপনি কি করে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ? আপনারা কি মুসলমানের গৃহযুদ্ধ লাগাতে চান ?

কোন ইসলামের হেফাজত করবেন হে হেফাজতে ইসলাম ?

বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ আপনাদের ফেৎনা সৃষ্টিকারী বলেছেন ।ওরা আপনাদের বলছে মওদুদীবাদের অনুসারী । আপনারা মুসলমানদের মধ্যে বিভক্তি আনছেন ।

এরাও কিন্তু মুসলমান –তাহলে লড়াই কি মুসলমানে মুসলমানে ?

কোন ইসলামের হেফাজত করবেন হে হেফাজতে ইসলাম ?

ইসলাম ও স্বাধীনতা সংরক্ষণ পরিষদ বলছে – জামাত শিবিরের প্রত্যক্ষ মদতে হেফাজত লংমার্চের মত কুফরী কাজ করছে ।

বাংলাদেশ তরিকত ফেডারেশন বলছে –হেফাজতের লংমার্চকে জামাত ব্যবহার করবে এবং মানুষ হত্যা করবে ।তারা লংমার্চে সহিংসতা কিংবা মাদ্রাসা ছাত্রদের ক্ষতির আশঙ্কা করছে ।

কোন ইসলামের হেফাজত করবেন হে হেফাজতে ইসলাম ?

আসলে ইসলাম নয়- ‘আপনারা হচ্ছেন হিফাজতে জামাতে ইসলাম ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

আমার স্বপ্নগুলি বলেছেন: ১০০% হনুমার্কা পোষ্ট।


কিছু প্রশ্ন উত্তর- বিষয় হেফাজতে ইসলাম

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

বাকরুদ্ধ আমি বলেছেন: আমার স্বপ্নগুলি বলেছেন: ১০০% হনুমার্কা পোষ্ট।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫২

আশিকুর রহমান ১ বলেছেন: জমতিরা নামাজ পড়ে, দাঁড়ি টুপি রাখে দেইখা কি আমাকে নামাজ পরা বাদ দিতে হইবো নাকি। X(

হনুদের হনুগীরি শুরু হইছে

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

নাম জেনে কি হবে? বলেছেন: চারদিকে আজ হনুদের হাহাকার

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

নায়করাজ বলেছেন:


৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

হুবাস্ট্যাঙ্ক বলেছেন: নবীজির সময়েও তো নাস্তিক , কাফির ছিল। ইসলাম কে অবমাননা করার জন্য তাদের কি হাতকড়া লাগিয়ে কারাগারে রাখা হয়েছিল ? যেমন টা করছে বর্তমান সরকার । নাকি নবীজি লংমার্চ করে ইসলাম রক্ষা করছিলেন? আমার জানা মতে কোনটাই হয় নাই। রাজনীতি হায়রে রাজনীতি।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮

মুরাদপােভল বলেছেন: Click This Link

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

হাসানুর বলেছেন: হেফাজতে জামাতে ইসলাম !

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

কাকতড়ুয়া007 বলেছেন: বাকরুদ্ধ আমি বলেছেন: আমার স্বপ্নগুলি বলেছেন: ১০০% হনুমার্কা পোষ্ট।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

তাজুল_ইসলাম বলেছেন: হুবাস্ট্যাঙ্ক বলেছেন: নবীজির সময়েও তো নাস্তিক , কাফির ছিল। ইসলাম কে অবমাননা করার জন্য তাদের কি হাতকড়া লাগিয়ে কারাগারে রাখা হয়েছিল ? যেমন টা করছে বর্তমান সরকার । নাকি নবীজি লংমার্চ করে ইসলাম রক্ষা করছিলেন? আমার জানা মতে কোনটাই হয় নাই। রাজনীতি হায়রে রাজনীতি।

আপনি মনে হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান কম রাখেন। নবিজী ইসলাম রক্ষার জন্য অনেক যুদ্ধ করেছেন। যেমন বদরের যুদ্ধ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.