![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিগন্ত টিভির সংবাদ পাঠিকারা হিজাব পরে খবর পাঠ করেন । এটি তারা যে পর্দা করার জন্য করেন তা মনে হয় না , কারণ শাড়ি পরা অন্যান্য সংবাদ পাঠিকারা তাহলে কি বেপর্দা বেহায়া পোষাক পরেন সে প্রশ্ন চলে আসে । এবং কেউই মানবেন না যে হিজাব পরা মহিলারা শাড়ি পরা মহিলাদের চাইতে বেশি পর্দা করেন । দিগন্ত টিভির সংবাদ পাঠিকারা পর্দার জন্য নয়, তারা ইসলামি জাতীয়তাবাদ প্রচার করেন । ধর্মের জন্যেও নয়, ধর্মে এমন হিজাব পরার কথা বলা নাই ।
বস্তুত যারা মুখ খোলা রেখে শুধু মাথায় স্কার্ফ বা হিজাব পরেন ,নেকাব পরেন না ,তারা আসলে ‘ইসলামবাদি’ -নিজেদের মুসলমান হিসেবে দেখানোর জন্য। মেয়েদের সম্পর্কে বলা হয় অন্যদের কাছে আকর্ষনীয় করে তোলা যাবে না । কিন্ত খেয়াল করলে দেখা যাবে, তারা পুরোদস্তুর সেজে ,লিপস্টিক ,আইলাইনার থেকে সব ধরনের আকর্ষনীয় প্রসাধনে চর্চিত হয়েই খবর পড়েন ।
মজার ব্যপার হল দিগন্তের পুরুষ সংবাদ পাঠকরা কিন্তু একেবার উল্টো । তারা কোট স্যুট টাই পরে পুরোদস্তুর পাশ্চাত্ত পোষাকে খবর পড়েন। তাদের দেখে কেউ বলবে না এরা মুসলমান । দেখে শুনে মনে হয় দিগন্ত ওয়ালারা ইসলাম রক্ষার দায়িত্ব কেবল মেয়েদের দিয়েছেন । ইসলামের পুরুষ মুসলিম ড্রেস কোড আছে । । কিন্তু দিগন্ত টিভির পুরুষ সংবাদ পাঠকের বেলা ড্রেস কোড নাই । তাদের নীতি যদি হয় ইসলামী মুল্যবোধ , তার কালচার ,তমুদ্দুন প্রচার করা- তবে সেটা পুরুষদের বেলায় অনুপস্থিত কেন ?
২| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৪৯
কালোপরী বলেছেন: প্রিন্স হেক্টর বলেছেন: ভন্ডামি দেখলে মাথা গরম হয়ে যায় (
(
(
(
(
(
(
৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:০২
ব্যতীপাত বলেছেন: কার ভন্ডামি দেখলে কার মাথা গরম হয় ?
৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:০৩
পাগলামামা বলেছেন: অতিরঞ্জিত সংবাদ প্রচারের কারনে আমি দিগন্ত টিভি দেখিনা।
৫| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:০৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: আগে এ নিয়ে ভাবি নাই। ভেবে দেখলাম আপ্নার কথা ঠিক।
লাইফে কখনো এই টিভিতে কোন অনুষ্ঠান দেখি নাই। টিভি হিসেবেও নিন্মমানের। জামাতি কানেকশন বাদই দিলাম।
৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:২৯
মায়াবীনি৬৫৪ বলেছেন: কত ভন্ড আছে
৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:৩৪
আবিরু সাবীল বলেছেন: ইসলামকে মানতে হলে পরিপূর্ণভাবেই মানা উচিৎ। তবে কেই কিছু মানলে কিছু বাদ দিলে এ নিয়ে প্রশ্ন তোলা যায়। তবে এটা বলা যাবে না যে, কিছু মানছে না তারচেয়ে যে একেবারেই মানে না সে ভালো।
যেখানে গণমাধ্যমে ইসলামি নিদর্শন ধারণ করা একেবারেই পরিত্যজ্য সেখানে ইসলামী কোন নিদর্শণের সামান্য একটু প্রচলনও যদি কেউ ঘটায় তাহলে সে বাকীটুকু কেন মানল না সেই তিরস্কারের পূর্বে ঐটুকুর জন্য ধন্যবাদের হকবার।
৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:৪১
সেফানুয়েল বলেছেন: নিম্ন মানের চ্যানেলের নিম্ন মানের সম্প্রচার। ধর্মের আড়ালে শুধু ব্যাবসার ধান্ধা।
৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ৭:৫০
ভুলে ভরা জিবন বলেছেন: জামাত-শিবিরের ভন্ডামী!!!
মুখ খোলা রেখে ফ্যাশনাবল বোরকা পড়ে। সবগুলা উজবুকের দল!
১০| ০৩ রা মে, ২০১৩ সকাল ৮:০০
shshahin বলেছেন: ভন্ডামি কোনটা বুঝতে পারছিনা। ব্লগটা নাকি দিগন্ত টেলিভিশন এর খবর পড়াটা। কারণ আমি সব চেনেল ই দেখি কিন্তু কখনও শুনিনি যে দিগন্ত টিভির পাঠিকারা এ রকম ড্রেস পরে ইসলামি ড্রেস কোড হিসাবে এটা তাদের ব্যক্তিগত অফিসিয়াল ড্রেস কোড কিনা।
আর একটু কি বলবেন ইসলামি ড্রেস কোড কোনটা কোন মাওলানার রেফারেন্স দিয়া না নিজে কুরআন হাদীস থেকে জানুন এবং সে অনুযায়ী ইসলামি ড্রেস সমন্ধে বলুন।
কারন আমরা অনেকে আছি যারা মাদ্রাসার ছাত্র ছিলাম এখন ব্লগ পড়ি এবং লিখি।
১১| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:০৩
পথহারা সৈকত বলেছেন: উনারা ৭১ টিভির মহিলা সাংবাদিকদের মত ওরনা ছারা ঘুরলে লেখক মনে হয় শান্তি পাইতেন। জামাত তো শেষ, ওদের বাল ছেড়া বাদ দিয়ে অন্য গঠনমূলক কাজ করুন।
১২| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:০৬
জহির উদদীন বলেছেন: অন্যান্য সংবাদ পাঠিকারা তাহলে কি বেপর্দা বেহায়া পোষাক পরেন সে প্রশ্ন চলে আসে ।এবং কেউই মানবেন না যে হিজাব পরা মহিলারা শাড়ি পরা মহিলাদের চাইতে বেশি পর্দা করেন....
আপনার কাছে কি অর্ধ উলংগ কিংবা পূর্ণ উলংগ মেয়েদের কি বেপর্দা মনে হয়......?
দিগন্ত টিভি ব্যতীত অন্য সব চ্যানেলে সংবাদ পাঠিকারা ছোট করে ব্লাউজ পড়ে সংবাদ পাঠ করে(আবার মাঝে মাঝে লক্ষ্য করলে ব্রা ও দেখা যায়) তারা পর্দাশীল মনে হয়....? আপনার মনে হওয়ার প্রতি আমার কোন হাত নাই তবে যেটা হলো দিগন্ত টিভি সংবাদ পাঠিকারদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না। এতে হয়তো আপনার ও আপনার মতো অনেক প্রগতিশীলদের চুলকানী শুরু হয়ে যায়।
আপনি বললেন ধর্মে এমন হিজাব পরার কথা বলা নাই । না জেনে এমন বিভ্রান্তি ছড়ানো খুবই গর্হিত কাজ.....আপনি যদি মুসলিম হন তাহলে পবিত্র কুরআনের সূরা ইব্রাহীম পড়ে দেখবেন সেখানে মহান আল্লাহপাক বলেছেন "নারীদেরকে তাদের বুকে ওড়না টানতে এবং ঢেকে রাখতে এবং এও বলেছেন পুরুষরা নারীদের আর নারীরা পুরুষের পোষাক।
আর যদি আপনি অন্য ধর্মে কেউ হন দয়া করে এই সমস্ত বিভ্রান্তি ছড়ানো থেকে নিজে বিরত রাখবেন....ধন্যবাদ
১৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:১৪
Toriqul বলেছেন: ইসলামে কোন ড্রেস কোড আছে বলে আমার জানা নেই।
তবে কিছু নিয়ম আছে, যা মুসলমান হিসেবে সবারই জানা, তাই এই নিয়ে আর কিছু লিখলাম না।তবে একটা কথা দিগন্ত টিভির সংবাদ পাঠিকারা অন্যান্য টিভির সংবাদ পাঠিকাদের চেয়ে অবশ্যই শালীন এটা সবাই মানবে।তাহলে এদের পিছনে লাগেন কেন? অন্যান্য টিভির সংবাদ পাঠিকারা কিন্তু বেশীর ভাগই মুসলমান তাদের একটু শালীন হবার পরামর্শ দিলেই মনে হয় বেশী ভালো হয়।
১৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:০৩
মেহেদী_বিএনসিসি বলেছেন: আপ্নার চুলকানীর কারনটা কি........
আমার অফিসে আমি যদি চাই আমার অধিনস্ত কর্মচারী-কর্মকর্তারা সবাই শাড়ি লুঙ্গী পড়ে অফিস করবে সেটা আমার ব্যাপার..........।
এমন তো সরকারী ভাবে কোন ড্রেস কোড দেওয়া নাই।
১৫| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১৩
রাতুল রেজা বলেছেন: ঠিক মনে পড়ছেনা কবে শেষবার দিগন্ত টিভি দেখেছিলাম, তাই মনে করতে পারছিনা সংবাদ পাঠিকার চেহারা
১৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১৬
রিয়াজ৩৬ বলেছেন: হাহা,.. চুলকানী কারে কয়!! শালার বাঙ্গালী নিজের টাকায় খাছ বাট অন্যের সবকিছুতে চুলকানীর উৎ খুজছ, অন্যের বাল নিয়ে আটি বান্দছ!!
১৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:১৭
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ধর্মে এমন হিজাব পরার কথা বলা নাই ।
আপনি এটা কোথায় পেয়েছেন? আপনি কতটুকু পড়াশুনা করেছেন এর উপর? না জেনে মিথ্যা তথ্য কেন ছড়াচ্ছেন?
View this link
View this link
আপনার জানার জন্য কিছু লিঙ্ক দিলাম, পড়ে দেখেন।
১৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:২৫
মুহাই বলেছেন: দি গন্ধ কোনো টিভি চ্যানেল হৈলো ।আর আপনে ইবলিশ শয়তানের কাছে ইসলাম শিখতে চান?
১৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:২৭
লুলুপাগলা বলেছেন: সাম্প্রতিক কালে দিগন্ত টিভি আর আমার দেশ পত্রিকার জনপ্রিয়তাই BAL এর ব্লগারদের চুলকানির প্রধান কারণ। পোষ্ট দিয়া সময় নস্ট না কইরা খাওজাইয়া মলম লাগাও আরাম পাইবা।
২০| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:১০
@অতিথি@ বলেছেন: এত সূক্ষ্মভাবে হিসেব করার সময় বাঙ্গালীর নেই। ধর্মের নামে বাঙ্গালীকে যা খাওয়ানো হবে তারা তাই খাবে। এটাই নির্মম সত্য। এই জন্যই আমাদের দেশে ধর্ম পালন কারীর সংখ্যা কম থাকলেও, সাম্প্রদায়িক দাঙ্গায় মদদ দাতা বা উস্কানী দাতার অভাব নেই।
২১| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৩
মরু বালক বলেছেন:
ইসলামের পুরুষ মুসলিম ড্রেস কোড আছে ।
............
আপ্নে বলেন দেখি " পুরুষদের ড্রেস কোড কি??
তারপর কইয়েন ..
হেরা কোন যায়গায় লঙ্ঘন করছে
২২| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:৪৭
লাবনী আক্তার বলেছেন: আমার একটা প্রশ্ন ছিল, আপনি কি মুসলিম? যদি তা হন তবে আপনার ঘরের মা, বোন কি মুখে নেকাব দিয়ে চলে না খোলা রেখে চলে নাকি পর্দাই করে না কোনটা জানাবেন। আপনি ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করেনত? হায়রে বাঙালী ! মেয়েরা যখন ভালো পোশাক না পড়ে তখন আপনারা খারাপ বলেন সেটা মেনে নেয়া যায় । কিন্তু যারা হিজাব পড়ে তারাও কি খারাপ? আর কত মেয়েদের ছোট করে কথা বলবেন আপনারা? আর ইসলামিক ড্রেস কোড কোনটা দয়া করে সেটাও বলবেন। কারন আমি নিজেও হাজাব পড়ি কিন্তু মুখ ঢাকিনা।
০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
ব্যতীপাত বলেছেন: মুসলিমের ঘরে জন্মেছি বলে যদি মুসলিম বলা যায় আমি তবে তাই। কিন্তু কে মুসলিম এটা জবাব দেয়া খুব মুশ্কিল ।
আজ পর্যন্ত মুসলিমরা নিজেরাই একমত নয় যে কাকে মুসলিম বলা যায় । বিভিন্ন ভাগে বিভক্ত মুসলিম দুনিয়া ।সুন্নিদের কাছে শিয়ারা মুসলিম নয়-যে জন্য তাদের মসজিদ আলাদা । আবার কাদিয়ানি নিজেদের মুসলিম বললেও ওহাবি সুন্নিরা কেউ মানেনা । তাদের অমুসলিম ঘোষণা করেছে সৌদি আরব, পাকিস্তান ।এমন হাজার উদাহরণ আছে ।
এখন তো আবার হেফাজতিরা সব শাহবাগীদের সবাইকে কাফের বানিয়ে উনারা হয়ে গেলেন পাক্কা মুসলমান । তবে দেশের ধর্মপ্রান মুসলমানরা ক'জন অমন মুসলমান চান তা ভেবে দেখতে হবে ।
এবার আসি পর্দা-
ইসলামি পর্দা যে ঠিক কি বোঝায় সেটা বুঝিনা বলে আপনার উত্তর দিতে পারছি না । আমার ঘরের মা বোন হিজাব নেকাব পড়ে না। আমার মা শাড়ি পড়েন- যেভাবে বেগম রোকেয়া পড়তেন , সুফিয়া কামাল বা জাহানারা ইমাম । পরম শত্রুও বলবে না তারা বেপর্দা ছিলেন ।আমার বোনেরাও শালোয়ার কামিজ বা শাড়ি পড়ে ।কিন্তু হিজাব পড়ে না ।তাদেরও কেউ বলে না ওরা বেপর্দা ।
আসলে আপনার কাছে পর্দা হচ্ছে হিজাব,- কিন্তু মুখ খোলা রেখে আপনি তাদের চাইতে বেশি কী ঢাকেন ?
আমার কাছে মনে হয় আপনার চুল ঢাকাটাই পর্দা । মধ্যপ্রাচ্যের সংস্কৃতিতে মাথার চুলকে যৌনতা প্রদর্শণ হিসেবে দেখা হয়, সেখানে সে জন্য স্কার্ফ পরে চুল ঢাকা হয় । এটি ইসলাম পূর্ব আমল থেকেই চলে আসা আরবী তুর্কী সংস্কার । আমাদের দক্ষিন এশীয় বা ভারতীয় সংস্কৃতিতে সেটা ছিলনা চুলকে এখানে যৌনতার সিম্বল হিসেবে দেখা হয় না , ফলে চুল ঢাকার কোন চল সেই ভাবে নেই।
তবে মুসলিম শাসনামল থেকে সেই সব দেশের কিছু কালচার এদেশেও চলে আসে । সে হিসেবে হিন্দু মেয়েরাও মাথায় কাপড় দেয় -এটা মুসলিম প্রভাব ।
ইসলামের পর্দা হল সম্পূর্ণ মুখ ঢাকা ।যেভাবে তালেবানসহ অনেক মুসলিম মানে ।ঢাকা শহরেও এমন অনেক আছে ।
যারা হিজাব পড়ে তারা খারাপ একথা আমি কখনও বলিনি-আমি বলছি তারা পর্দার চাইতে নিজেদের মুসলমান দেখাতে চায় ।এই মুসলিম বাদ জিনিষটা খারাপ ।পোষাক জিনিষটা দেশ কাল ও তার পরিবেশের সাথে বিবর্তিত হয় ।মরুর দেশে যা চলে তা যদি এই বিষুবীয় দেশে চালাতে চাই তা হবে আরোপিত ।একজন আপাদমস্তক ঢাকা বোরখাওয়ালীকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন তার কি রকম কমফর্ট লাগে ওই জোব্বায় ।অথচ মরু অঞ্চলে তা খুবই কাজের ।
ঠিক যে ড্রেস সম্পর্কে কোন ইসলামিক মানদন্ড নেই ।অথচ দাড়ি টুপী পাগড়ী কুর্তাপাজামা হিজাব নিকাব স্কার্ফ কে ইসলামি পোষাক বলা হয় ।সৌদি আরবে শারিয়া পুলিশ লাঠি নিয়ে পাহাড়া দেয় ইসলামি পোষাক পরেছে কিনা ।সৌদি ড্রেস অনেক মুসলমানের কাছে ইসলামিক ।
মুখ না ঢেকে পর্দা করা যায়েজ কিনা বিতর্ক আছে ।নিজের আইডেন্টিটি প্রকাশিত হলেও বেআব্রু হয় অনেকের কাছে ।
আমাদের পার্বত্য অঞ্চলে মেয়েরা কিছুকাল আগেও বুক খোলা রেখে চলতো ।তাদের পুরুষরা সেটা দেখেও কেউ ঝাঁপিয়ে পড়েনা ।আবার আমি লিবিয়া গিয়ে দেখেছি মুসলিম মায়েরাও তাদের বুক সম্পূর্ণ উদাম করে বাচ্চাকে দুধ খাওয়ায় ।কেউ ফিরেও তাকায় না ।
আসলে বোরখা পরেও খেমটা নাচা যায় ।আবার একহারা শাড়ি পরেও যথেষ্ঠ শালীন আমাদের গ্রাম্য বধূরা।
২৩| ০৩ রা মে, ২০১৩ দুপুর ২:৪০
কাকতড়ুয়া007 বলেছেন: লেখকের চোখ আর মন অশ্লীল তার জন্য তিনি সংবাদ বাদ দিয়ে সংবাদ পাঠিকার চেহারা আর শরীর এর বিভিন্ন অংশ নিয়ে গবেষণা করেন !
তা চুন্নি সাহাতে কি আর রুচি লাগে না ?
আপনারে দিগন্ত টিভি দেখতে কইছে কেডা !!
আগে দিগন্তের ওদের মত অন্য চ্যানেল গুলার সংবাদ পাঠিকাদের করেন তার পর হিসেব কইরেন কে ভালা আর কে খারাপ !
লেজ কাটা শিয়ালের কাহিনীটা মনে পরে গেল !
২৪| ০৩ রা মে, ২০১৩ বিকাল ৩:২৫
দুরন্ত সাহসী বলেছেন: এতই যদি তাদের পর্দা সুন্নতের প্রতি দরদ তো পুরুষদের মাথায় টুপি গায়ে পাঞ্জাবী নেই কেন?
আসলে নারীদের মাথায় একটা হিজাব তুলে দিলেই ইসলাম শো করা সহজ,মনে রাখবেন তাদের উদ্দেশ্য শো করা যাষ্ট দেখানো।
অন্য কিছুনা।
দেশে কি পুরুষের অভাব পড়েছে?এতই যদি নারী পর্দা নিয়ে মাথা ব্যথা তো পুরুষদের দিয়ে খবর পাঠ করানো হোক আর নারীদের দিয়ে অভ্যান্তরীন অফিসিয়াল কাজ করানো হোক।
এদের ভন্ডামী তও ষ্পষ্টই,এতে সন্দেহ নেই।কত বড় ইসলাম খোর হলে এরা মেয়েদের দিয়ে খরব পাঠ করায় আর উপরে ঘোমটা দিয়ে রাখে।
এদের লগো দেখেছেন? ইংরেজি অক্ষর ডি টাকে এরা এমন ভাবে বানিয়েছে যা পুরাই পাকিদের চাঁন তারা পতাকা।
নিপাত যাক এমন ভন্ডরা।
২৫| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:০৫
মরু বালক বলেছেন:
ইসলামি পর্দা যে ঠিক কি বোঝায় সেটা বুঝিনা বলে আপনার উত্তর দিতে পারছি না ।
তো , মুরগি ক ....র বাচ্চার মতো ফালাইতে আইচেন ক্যান ????
২৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:১৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: মরু বালক বলেছেন:
ইসলামি পর্দা যে ঠিক কি বোঝায় সেটা বুঝিনা বলে আপনার উত্তর দিতে পারছি না ।
তো , মুরগি ক ....র বাচ্চার মতো ফালাইতে আইচেন ক্যান ????
২৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৫
কষ্টসখা বলেছেন: আমি বাংলাদেশের কোন টিভি চ্যানেলকে হলুদ সাংবাদিকতার বাইরে থেকে সাংবাদিকতা করতে দেখি না।
আপনার অনুসন্ধানী চোখ এতো কিছু খুজে ফেরে কিন্তু চ্যানেল আই এর সাদা চামড়ার ব্যবসা,এটিএন বাংলার ভারতের দালাল খ্যাত অশালীন পোষাক পরা বিখ্যাত(!) নারী হলুদ সাংবাদিক,কিম্বা সময় টিভির প্রতিবেদকের অসাংবাদিকতা সুলভ আচরন চোখে পড়ে না,চোখে পড়ে না বিটিভির মুখ দিয়ে ফেনা উঠে যাওয়া দলীয়করনে শুধুমাত্র চোখে পড়ে কে হিজাব পরে সংবাদ পরিবেশন করছে তার প্রতি।কারন ওই মহিলাটা অন্তত কিছুটা হলেও অন্যান্য নারী সংবাদ পাঠিকা থেকে শালীন আর শালিনতা বজায় রাখলেই তো লোলুপ দৃষ্টি ফেলেও খুব একটা লাভ হয় না,তাই ব্লগে গালমন্দ করেই যদি মনের ক্ষোভ কিছুটা মেটানো যায়।
সবশেষে আমি বলতে চাই আমি ভাদা,পাদা,বাআল,ভাম,বিম্পি কারো কেনা গোলাম নই ,তাই সবকিছু খোলা চোখে দেখার চেষ্টা করি আর একারনে আমার কমেন্ট পরে আমাকে নিয়ে খিস্তিখেয়ুর করে লাভ নাই।বরং ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে শিখুন দেখবেন মনে অন্যধরনের এক শক্তি পাবেন যা ওই দলীয় দাসত্ব থেকে মুক্তি পেতে শিখাবে।
২৮| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
সবুজ সংকেত বলেছেন: খালী কলস বাজে বেশী!
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৪৩
প্রিন্স হেক্টর বলেছেন: ভন্ডামি দেখলে মাথা গরম হয়ে যায়