![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত উৎসব-
আগামী 'পহেলা ফাল্গুন-১৩ই ফেব্রুয়ারি২০১৪, রোজ বৃহস্পতিবার , চারুকলায় : সকাল ৭-০০ থেকে সারাদিন রাত ।
রবীন্দ্র সরোবর, ধানমন্ডি : বিকেল ৩-০০ থেকে ৮-০০।
বাহাদুর শাহ পার্ক,পুরাতন ঢাকা : বিকেল ৩-০০ থেকে ৭-০০
প্রিয় সংস্কৃতিপ্রাণেষু,
'সমাজ ভিতরে-বাহিরে যত দীন হচ্ছে , মানুষও জীবনে-মননে ততই হতশ্রী হচ্ছে ।
বর্ষা বসন্তে তবু মানুষ বিমনা হয়,অজান্তে উৎফুল্ল হয়।
কেউ হয়তো বিচ্ছিন্ন ভাবে বাসন্তি রঙ বসনও তুলে নেয় ।
কিন্তু সকলে মিলে একত্রে বসন্ত বরণ হয় না ।
সকলের মিলবার এই ক্ষেত্রটি আমরা তৈরি করতে দেয়েছি ।
প্রকৃতির সুরে রঙে আমরা আমাদের এক করে নিতে চেয়ে পহেলা ফাল্গুনে একত্র হই ।
বসন্ত উৎসব তারুণ্যেরই উৎসব।
তরুণ তরুণীরা আসুন,
সকল তরুণ প্রাণ মানুষ আসুন ।
প্রফুল্ল শিশু কিশোরেরা আসুক।
সকলে মিলে বসন্তকে বরণ করি ।'
- জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ
©somewhere in net ltd.