![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজায় ইসরাইলি হামলায় সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করছে, সেখানে প্রতিপক্ষ একজন পাওয়া গেছে,তার বিরুদ্ধে সোচ্চার দুনিয়ার মানুষ -
কিন্তু সিরিয়ায় যা হচ্ছে মনে হচ্ছে অনিঃশেষ এক হত্যাযজ্ঞ, যার বিরুদ্ধে বলার যেন কেউ নেই । ইতিমধ্যে নিহতই দুই লাখ ছাড়াচ্ছে, কত লক্ষ মানুষ গৃহছাড়া , কত শিশু ক্ষুধায় বোমায় মরছে ,কত নারী তাদের সম্ভ্রম হারাচ্ছে - সারা দুনিয়া নিশ্চুপ ।
শুধু কি তাই ইরাকে 'ইসলামিক স্টেট' (আইএস) খিলাফত প্রতিষ্ঠার নামে যা করছে তারই প্রতিবাদ কই । ওরা কুর্দি মুসলিম মারছে, ইয়াজিদি মারছে ,খৃষ্টানদের ধর্মান্তরিত হবার আল্টিমেটাম দিচ্ছে নইলে জিজিয়া কর দিয়ে প্রাণ ভিক্ষা চাইতে বলছে তাদের মেয়েদের গনিমতে মাল হিসেবে প্রকাশ্য রাস্তায় ফেরি করছে-বলার কিছু নেই-বোকো হারাম চারশতেরও বেশি স্কুলের মেয়েদের অপহরণ করে কোথায় রেখেছে কারও প্রতিবাদ নেই-শুনছি ওদের নাকি সৌদির হারেমে পাঠান হবে ।
আজ কাগজে পড়লাম - মসজিদে আত্মঘাতি হামলায় ৬৮ মুসল্লী মৃত। প্রতিবাদ করার কিছু নেই । যে মারছে সেও মুসলমান ,যারা মরছে তারাও তাই । সেই কথা তো ঠিক সারা পৃথিবীতে অমুসলিমের হাতে যত মুসলমান মরেছে -মুসলমানদের হাতে মরেছে তার চেয়ে অনেক বেশি।
প্রতিবাদ কই-
২| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০১
হেডস্যার বলেছেন:
আপনি কি চান সিরিয়ার ব্যাপারে সবাই যেমন চুপচাপ আছে সেইভাবে গাজার ব্যাপারে ও নিশ্চুপ থাক?
২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৭
ব্যতীপাত বলেছেন: গাজার ব্যপারে সবাই ভীষণ সরব, প্রতিবাদমুখর- কিন্তু সিরিয়ায় ইরাকে ,আইএস এর ব্যপারে নয়-এটা কেন ?-এটাই প্রশ্ন এটা একটা সরল প্রশ্ন ।
আমি চাই গাজার মতই সবাই সরব হোক সিরিয়ার ইরাকের মানুষদের উপর অমানুষিক দুর্দশার ব্যপারে ।
৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: চমৎকার মানবিক পোস্ট।
আরবরা আর মুসলমানিত্বের দাবি করতে পারেনা ।
এই মিসকিন দাসের অতি কথন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
৪| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮
কলাবাগান১ বলেছেন: আগেও বলেছিলাম:
একজায়গায় শুনেছিলাম- ইসলাম পৃথিবীর শ্রেস্ঠ ধর্ম কিন্তু মুসলমানদের হাতে পড়ে নস্ট হয়ে গেছে...জাপানিজদের হাতে পড়লে
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৫
রুয়াসা বলেছেন: সবাইরে গাঁজা খাওয়ায়া ব্যাস্ত রাখছে উবামা।