![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা টপ ২০।।
গানা’ডট কম এ ‘বাংলাটপ২০’ শুনছিলাম । লিস্টের এক নম্বরে নচিকেতার হাল ফ্যাশনের একটি প্রেমের গান, শুরুটা বেশ রোমান্টিক-
‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি,
তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি’--
কিন্তু এর পরের লাইনে যে তুলনাটা এলো তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না । সেটা এরকম- ‘তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি, ।
গানটা শুরুতেই যেরকম একটা স্বপ্নের আবেশ তৈরি হচ্ছিল,এই লাইনটা শোনার পর একটু হোঁচট খেলাম ,একরকম ছন্দপতন হলো যেন । একদম হাল আমলের ইংরেজি বা হিন্দী গানেও এই প্রকার মিশাল দেখিনি। নচিকেতা বাংলা গানে, তার ভাষায়- ‘পুতু২ মার্কা ফুল নদী চাঁদ’ দেখানোর বিরোধী । কিন্তু তার বদলে পুলিশ, ঘুষ ? গানটা ওখানেই থেমে থাকেনি , আরও চমক আছেন ‘-তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী এখনও স্ত্রীকে চুমু খাননি’- এরপর আর কিছু বলার থাকে কি। বলার কিছুই নেই।
কিন্তু একেবারেই বিপরীত অভিজ্ঞতা তিন নম্বরে ‘জাতিস্মর ছবির গান তে সুমনের লেখা ও সুর ‘এ তুমি কেমন তুমি’ গানটি র বেলা । মনেহলো সত্যি জাতিস্মরের মতই পঞ্চাশ ষাট দশকে সোনালী দিনের গানের মত এই হঠাৎ উদিত হলো একবিংশ শতাব্দিতে । কথা সুরের মিলিত মেলবন্ধন আর রুপঙ্করের উদাত্ত গলায় এটি আরেকটি ক্লাসিক গান হয়ে উঠেছে । বহুদিন গানটি মনে থাকবে-
তিন নম্বরে ‘বুনোহাঁস’ ছবির সান ও শ্রেয়া ঘোষাল- এ নিয়ে বলার কিছু নেই । বোম্বে ঘরানার গান ।ওরা দুজনেই বাঙালি হলেও হিন্দি গানেই উত্থান,সেখানেই বসবাস ।
চার্টের চার নম্বর এ রবীন্দ্রসঙ্গীত দেখে শ্লাঘা বোধ করলুম । তাও ভাল- এখনকার শ্রোতা ও জনপ্রিয়তা পুরোদস্তুর বদলে যায়নি । আরও ভাল লাগলো যে গানটা আমার প্রিয় শিল্পী রেজওয়ানা’ চৌধুরি বন্যার গাওয়া- ‘এ শুধু অলস মায়া’- । গানটির মিউজিক কম্পোজিশন, গায়কি সব মিলিয়ে বার বার শোনার মত । রবীন্দ্রনাথ এভাবেই ফিরে ফিরে আসেন নিত্য নতুন আভরণে একই গান হয়তো রাজেশ্বরী ,পঙ্কজ ,সুচিত্রা ,সুমিত্রার দেবব্রত সাগর সেন হয়ে আজকের বন্যা সময়ের পরিপ্রেক্ষিতে নিত্য নতুন রঙে ।
পরের দিকে অন্য অনেক গানের মধ্যে একটি গান বিশেষ ভাবে কানে বাজলো- ‘চতুস্কোন’ ছবির ‘বসন্ত এসে গেছে’ । কথা সুর ও শিল্পী অনুপম রায়। সে এখনকার মত লেখে । সে এই যুগের প্রতিনিধি । এখন গানের অনুসঙ্গ বদলেছে ।পাত্র পাত্রীর মিলনের জায়গাও । গানটির এক জায়গায় আছে প্রমিকার সাথে প্রথম দেখা হওয়ার স্থানের কথা। প্রথম দেখা নিয়ে অনেক গান আছে । এই মুহূর্তে মনে পড়ছে হেমন্তের সেই বিখ্যাত গানটি -
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় ।
তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে,
কৃষ্ণচুড়ার ওই ফুল ভরা গাছটার নীচে।’
অনুপমরা বোধহয় এখন আর কৃষ্ণচূড়া দেখে না, মাধবী বা এমনকি ক্যসুরিনাও নয় ,তাহলে কি দেখে ? শুনুন-
‘এই বসন্তে কয়েক বছর আগে,
তোমায় প্রথম দেখেছিলাম আমি
হেঁটেছিলাম ভুট্টো ক্ষেতের পথে-
সেই বসন্ত এখন ভীষণ দামী ।‘ কিছুদিন আগে আমাদের গ্রামে গিয়েছিলাম। দেখি সত্যি , মাঠের পর মাঠ ভুট্টা লাগানো । মুরগীর খামারের জন্য ভুট্টা এখন অর্থকরী ফসল । তাই কৃষ্ণচূড়ার বদলে অনুপম যদি ভুট্টা ক্ষেত দেখে তবে তো সে সত্য বচন ই করেছে । শিল্পসম্মত কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ । গানটিতে আমলকি বনের কথাও অবশ্য আছে । এমনিতে গানটি কিন্তু অনবদ্য, লিরিক ,সুর এবং গায়কি মিলে। সত্যি কবুল করছি আমি-কালের উজান বেয়ে ,বয়স ডিঙিয়ে গানটি বার শুনছি । আর এও কবুল করছি এইরকম গান শুনতে মন্দ লাগছে না ।
©somewhere in net ltd.