![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বকরী ঈদের লম্বা ছুটিতে তুর্কি মিস্টিক কবি ইউনুস এমরে'র কিছু সুফী ঘরাণার কবিতা পড়ছিলাম। আজকাল বিশ্বের বিভেদকামী রাজনীতি যুদ্ধ সন্ত্রাস এর মাঝে তার এইসব মানবতাবাদী কবিতাগুলো পড়ে একধরণের স্নিগ্ধতার পরশে মনটা ভরে গেল,সব মানুষকে তাদের ধর্মবর্ণলিঙ্গ ভেদে ভালবাসার অমোঘ উচ্চারণ আবার নতুন করে মানুষের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনল আমার মনে -সবার সাথে শেয়ার জন্য তার কয়েকটা বাংলায় রূপান্তর করে দিলাম -
ইউনুস এমরে - তুরস্ক ১২৩৮-১৩২০
অতীন্দ্রিয়বাদি বলে সবাই,
ঘৃণা’ই আমার শত্রু একমাত্র;
পোষণ করিনা কারও প্রতি কোন ঈর্ষা
চাই দুনিয়ায় সবার সৌভ্রাত্র ।।
শ্রদ্ধা করি সব ধর্মই,
কেউই ভিন্ন নয়;
সত্য প্রেমের জন্ম হবে,যদি-
সবে মিলে এক হয় ।।
বিশ্বাস সে তো মাথায় রয়েছে,
বাইরের কোন টুপীতে নয় ;
হৃদয়ের পথে একটি যাত্রা,
শত তীর্থের সমান তো নয়।।
বিরোধ বাঁধাতে দুনিয়ায় আসি নাই
প্রেমের পথেই অভিযাত্রা মোর;
জীবনভর চলব সেই পথে,
তাতে প্রাণ হয় হোক ভোর ।
বজ্রমুষ্ঠি একদিন হবে শিথিল,
আড়ষ্ঠ হবে জিহ্বার কথা বলা;
প্রিয়সম্পদ জমিয়েছিলে যত,
উত্তরসুরী হাতে হবে হেলাফেলা ।।
সব মানুষকে এক করে দেখো ,
সবাই এক সমান ;
বিনীত'কে রেখো সবার উঁচুতে,
দিও নায়কের সম্মান।।"
ধরিত্রীব্যপী ঈশ্বর আছেন ছড়িয়ে
সত্যকে কারও কাছে করেননি মুক্ত;
খোঁজ তুমি তারে আপনা মাঝে,
তুমি আর সে, একসাথে সংযুক্ত ।।
বিবাদ বিরোধ করতে নয়কো
এই দুনিয়ায় আসা;
একটি মাত্র মিশন আমার-
ভালোবাসা ভালোবাসা।
ঈশ্বর আর তাঁর পথকে,
যারা সত্যই ভালবাসে;
পৃথিবীর সব মানুষকে তারা ,
ভাই ভেবে নেয় পাশে ।।
এসো বন্ধুত্বের হাত বাড়িয়ে,
জীবনটাকে সহজ পথে চালাই;
প্রেমিক অথবা প্রেমের মানুষ হয়ে
পৃথিবীটাকেই স্বর্গ মোরা বানাই ।"
পৃথিবীতেই থাকতে হবে সাধু,
পরের পৃথিবী দৃষ্টিসীমার বাইরে;
নির্বাসন তো যন্ত্রনা ব্যথা ভাঙ্গা
একবার গেলে ফেরার আশা তো নাইরে।।
পৃথিবীতে আছে হাজার রকম অপূর্ব বিস্ময়
বিস্ময়তম সবার চাইতে- মানুষ, সুনিশ্চয় ।
কোথায় খোঁজো ঈশ্বরে তুমি
রয়েছে তোমার অন্তরে;
নাইকো তিনি মক্কা অথবা
পবিত্র কোন বন্দরে।
পেয়েছেন যিনি অন্তরে তার
সত্যিকারের ভালোবাসা;
ত্যাগ করতেই পারেন তিনি
ধর্ম অথবা জাতীয়তা ।।
পর্বত কিবা পাহাড় চূড়ায়
ডাকি তোমায় - হে ভগবান।
প্রভাত কালে রবির উদয়ে,
ডাকি তোমায় -হে ভগবান।
যীশুর সঙ্গে উচ্চাকাশে,
মূসার সনে সিনাই পাশে,
উঁচিয়ে ধরে রাজদন্ড
ডাকি তোমায় -হে ভগবান*।।
-------------
*সৃষ্টিকর্তা অর্থে
মানুষ যখন সত্যি মানুষ হয়,
পৌঁছে যায় সে স্বর্গের আঙিনায়।।
আছে যার মনে এক বিন্দুও ভালবাসা
তিনিই ধারণ করেন মনে ঈশ্বরের আশা
মানুষকে যদি ঈশ্বর রূপে,
দেখতে নাহি পাও;
বৃথাই হবে সকল শিক্ষা,
সেইটা জেনে যাও ।।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট । চমৎকার অনুবাদ করেছেন +
শুভেচ্ছা নিবেন