![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয়ের গান গাই, হতাশার নয় ।।
আমাদের সবাধীনতার এত বছর পরেও আমরা কিছুই পাইনি- যারা এমন মনে করে গান গায় অথবা এমন বলতে চায় । সেটা কেবল হতাশামুলক নয় ,চরম প্রতিক্রিয়াশীল বক্তব্যও বটে । কিছুকাল আগে হায়দর নামে এক ব্যান্ড গায়ক এরকমই একটি গানে বলছিল -‘আমাদের সবাধীনতা পর আমরা কিছুই পাইনি ।’গানটি দারুণ দারুণ জনপ্রিয়ও হয়েছিল । ঠিক, যে আমরা অনেক কিছুই পাইনি , কিন্তু এও তো সত্য আমরা অনেক কিছু পেয়েছিও বটে । কত কিছু অর্জন করেছি- সেই গানটিতে তার কোন কিছুরই সবীকৃতি ছিল না ।
স্বসপ্ন অনেক থাকতে পারে-কিন্তু তার সম্পুর্ণ না পেলে কিছুই পাইনি- এই রকম স্বাধীনতা আমরা চাইনি' -এই বক্তব্য হতাশার শুধু নয় ,আমাদের স্বাধীনতাকেই বিদ্রুপ করা হয় যেন ।
আমাদের অনেকের মধ্যে এমন ঋনাত্মক [negative] মানসিকতা আছে, তাদের কাছে এই মনোভাব একধরণের বিদ্রুপাত্বক আনন্দ দেয় যে, দেখ স্বাধীন হয়ে কি লাভ হল ,কিছুই তো পেলে না । তার চেয়ে তো আগেই [পাকিস্তানই] ভাল ছিলাম । এই মনোভাব তাদেরই যারা আসলে স্বাধীনতাই চায়নি ।
আমি আজকে আমাদের বিজয়ের ৪৩ বছর পরে, জোর গলায় বলতেই চাই- আমি অনেক, অনেক কিছু পেয়েছি । ঠিক যেমন যেমন করে চেয়েছিলাম তার সবটা হয়তো পাইনি ,কিন্তু সবটা মানুষ পায় তো সর্গে গেলে - অবশ্য সেটা যদি থেকে থাকে ।
©somewhere in net ltd.