নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষাদ

আমি জানি আমি জানি না

ব্যতীপাত

স্থপতি

ব্যতীপাত › বিস্তারিত পোস্টঃ

ইয়েমেনে বিমান হামলা-বিশ্ব মুসলিম উম্মাহর কোন প্রতিবাদ নাই

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪২

ইয়েমেনে গত দুই সপ্তাহে সৌদি বিমান আক্রমনে নিহত পাঁচশতেরও ৫০০ বেশী ইয়েমেনি নাগরিক নিহত ,প্রায় দুহাজার ২০০০আহত। বিশ্ববিবেক নীরব। পশ্চিমা সমাজের নীরবতার কারণ নাহয় বোঝা গেল-আমেরিকার যোগসাজসে এসব তারাই করছে-
কিন্তু বিশ্ব মুসলিম উম্মাহ? তারা কেন চুপচাপ ?
গাজায় ইসরায়েল হামলায় ইয়েমেনের তুলনায় কম কিছু ধ্বংস হয়েছে,কম মারা গেছে এমন না । কিন্তু গাজার বেলায় মুসলিম জনগন যেমন প্রতিবাদ করেছিল,তেমন সরব তো নয় কিন্তু এখানে যারা মারছে এবং মরছে যারা উভয়েই মুসলমান- সে কারণেই কি। কিন্তু এর পেছনেও ইহুদী-নাসারা ষড়যন্ত্র আছে, তাহলে ?
আজ সমগ্র মধ্যপ্রাচ্য ইরাক সিরিয়া লিবিয়ায় গাজার চেয়েও নৃশংস হত্যাযজ্ঞ চলছে- কেবল পশ্চিমা ষড়যন্ত্র ? রাজাবাদশা আর মোল্লারা সব ধোয়া তুলসীপাতা?
ব্যাপারটি কি এরকম যে মুসলিম মুসলিমকে মারলে কিছু এসে যাবে না-ভাই ভাইয়ের ব্যপার।
প্রতিবাদের জন্য শত্রুপক্ষ সরাসরি ইহুদী-নাসারা হতে হবে?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৬

মোঃ ওমর ফারুক অনিক বলেছেন: সত্য কথা,,,

২| ০৩ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১২

শিশির খান ১৪ বলেছেন: হুম তা ঠিক সব বুঝলাম কিন্তু ভাই একটা কথা বলেন তো এই যে আমাদের এতো বাংলাদেশি ভাই ওইখানে যুদ্ধের মাঝে আটকে আছে আপনি তাদের নিয়া একটা লাইন ও লিখলেন না এর কারন কি ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.