![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতীয় চিত্রাভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলেছেন তিনি সকল ধর্মে বিশ্বাসী । বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন- ‘সকল ধর্মমতেই বিশ্বাস আছে আমার। আমি সবসময়ই ধর্ম মেনে চলতে চেষ্টা করি । আমার বাবা ছিলেব মুসলমান,মা খৃষ্টান । কিন্তু এই দুই ধর্ম ছাড়াও অন্যান্য ধর্মবিশ্বাস গুলোও আমি পালন করে বেড়ে উঠেছি । এমন কি আমদের বাসায় একটি মন্দিরও ছিল। আমি যেদিন পূজো করতে ভূলে যেতাম সেদিন বাবা-মায়ের কাছে বকুনি খেতে হতো ।’ ইত্তেফাক ৩০-৩-১৫
খবরটি পড়া অবধি ভাবছি এটা কি করে সম্ভব ? সত্যি কি তিনি সব ধর্ম পালন করেন,নাকি সবটাই সংস্কার। অথবা আদতে কোন ধর্মই পালন করেন না ।ছোটবেলায় সন্ধ্যা মুখার্জীর একটি বিখ্যাত গান শুনতাম -----‘একই ফুল কভূ যায় না’ তো দেয়া দু’টি দেবতার পায় ।’ তো ক্যাটরিনা এক ফুল তিন দেবতার পায় দেন । এতো রীতিমত মিরাকেল। যে গরু-শুয়োর-পাঁঠা একসঙ্গে খায় আবার নিরামিষাসী বোধহয় হওয়া যায়।
আসলে কোন কিছু না মানলে তবেই বলা যায় আমি সব মানি
কানাডা প্রবাসী পাকিস্তানি রিফর্মিস্ট ইরশাদ মানজিকে বলা হয়েছিল-‘ আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ? উত্তরে তিনি বলেন-‘ আমি তো সব সময়ই নামাজ পড়ি,আল্লাহর স্মরণ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাই আলাদা পাঁচবার নামাজের প্রয়োজন কি?’
বিশ্বাসীরা খবরটি পড়ে নিশ্চয়ই হেসেছেন ক্যাট এর উদার ধর্মাচরণে। কেননা এক সাথে সব ধর্ম পালন তো আসলে আরেক ‘নয়া ধর্ম’ পালন, আরেক দ্বীন-ই-ইলাহি । তো তাকে কে মানবে ?
আসলে যখন কেউ বলে সব জানি,আসলে সে কিছুই জানেনা-তেমন যে বলে আমি সব মানি-আসলে সে কিছু মানেনা । ক্যাট হয়ত তাই । তবে এমন বলাও বেশ সাহসের পরিচয় লাগে । আমি নিশ্চয়ই জানি তার কথাটি যেমন কোন মৌলবী সাহেবের পছন্দ হবেনা, তেমনি ভারতের বজরং ওয়ালাদেরও নয়। নাস্তিক পরিচয় বলার মধ্যে যেমন আছে মুক্তচিন্তা ওসাহস, তেমনি মুক্তমন ও সাহস আছে বলায় যে ‘-সব ধর্মই মানি’। এটি আসলে সব মানুষের প্রতি প্রীতি, জাতি ধর্ম নির্বিশেষে সবার বিশ্বাসকে শ্রদ্ধা ও ভালবাসা জানান- এইটি একভাবে মনুষ্যত্বেরও পরিচায়ক । ধর্মপালন সেখানে কেবলই সংস্কৃতি এক অঙ্গ ।
©somewhere in net ltd.