নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষাদ

আমি জানি আমি জানি না

ব্যতীপাত

স্থপতি

ব্যতীপাত › বিস্তারিত পোস্টঃ

কিছু সুফীধারার কবিতা-

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩




-রূবাঈয়াত আল হাফিজ (১৩২৬-১৩৮৯)
আল্লাহর প্রেম চাও হে হাফেজ,
প্রনয়ে মাতাও সকল ধাম ;
মুসলিমে বল আল্লাহ আ্ল্লাহ,
ব্রাহ্মন সাথে কহ রাম রাম



‘তব সাথে প্রিয়ে মরুভুমি গিয়ে
পথ ভুলে তবু মরি,
তোমারে ছাড়িয়া মসজিদে গিয়া
কি হবে মন্ত্র স্মরি।’
অনু- সৈয়দ মুজতবা আলি


ভক্ত কবীর।।
নাই আমি দেবালয়ে নাই মসজিদে
নাইতো ক্বাবায় আমি না কৈলাশে,
আমারে কোথায় খোঁজ,হে বান্দা মোর
আমি তো হেথায় আছি তোমাদেরই পাশে।

তুলসীদাস-
রোজা নামাজ আযান
সবই আমার অন্তরে,
প্রেমিক,প্রেম ,প্রেমাষ্পদ
এই দেহেরই অন্দরে ।।
খৈয়াম-
ন্যায়ের মুক্তো আমি পরি নাই কভু,
মুখেতে পাপের ধূলো ঝাড়ি নাই- তবু
এক’কে কখনও বলি নাই আমি দুই’-
তাই তো হতাশ নই-দয়া কি পাব না প্রভু’?

হাসন রাজা
হাসন রাজা কয়-
নামাজ রোজা ছাইড়্যা দিছি
ভেস্তে[বেহেস্ত ] যাইবার ভয়।

শেখ ফজলুল করিম(১৮৮২-১৯৩৬)
কোথায় স্বর্গ কোথায় নরক , কে বলে তা বহুদূর-
মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.