![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ঈদের ছুটিতে শ্যামদেশে( থাইল্যান্ড ) গিয়েছিলাম । সে দেশে ভ্রমনবিলাসীদের একটি প্রিয় দ্বীপ 'ফুকেত।আমাদের গন্তব্য ছিল সেখানেও - প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলেও অনেকেরই মূল আকর্ষণ নানা ধরণের আদিম বিনোদন।
আর সেজন্য এখানে জনপ্রিয় জায়গার একটি হলো 'পাতং বীচ' সংলগ্ন রাস্তা - 'সোয় বাংলা' - SOI BANGLA (জয় বাংলার অপভ্রংশ কি ?)। রাস্তাটির এই বাংলা নামকরণ কিভাবে হলো তার কোন সদুত্তর পাইনি- তবে 'সোয়' অর্থ রোড বা সরণী, সে হিসেবে বাংলা রোড । অবাক হয়েছিলাম নামটা দেখে। হয়ত পুরো থাইল্যান্ড জুড়েই প্রাচীন কাল থেকে যে ভারতীয় সংলগ্নতা বা প্রভাব - তারই ধারাবাহিকতায় 'বাংলা' নামটিও কখনও এসে থাকবে।
বাংলা রোডের দুইধারেই নৈশ-প্রমোদের নানান আয়োজন। সুর্য ডোবার পরই সেসব শুরু হয়,-প্রায় সারারাতই খোলা- বড় বড় পানশালা, ডিসকো, লাইভ শো সহ নানা কিছুুর আমোদের এক মহাযজ্ঞ। রেস্তোঁরা আছে বড় বড়। রাস্তার পাশেই সারি সারি বসার জায়গা-সেখানে গান-নাচেরও সুব্যবস্থা- আর আছে পথের পাশে ভাসমান হোটেল ।রন্ধনশালাসহ দোকান।কাঁচা জিনিষ সাজান আছে-পছন্দ করলেই রেঁধে পরিবেশন করছে।
তার কয়েকটায় আবার 'হালাল ফুড' সাইনবোর্ড লাগান । অবাক হলাম, কেননা ধর্মমতে প্রায় শতভাগ এইসব 'হারাম' জায়গায় কে আবার 'হালাল' খাবার খুঁজতে আসে । হারাম কাজের চেয়েও হালাল খাওয়াটা জরুরী বোধহয় । তবে শুনেছি তুরস্কে নাকি 'হালাল নাইট ক্লাব' আছে,সাথে হালাল পানীয়ও চলে । তাহলে বাংলা রোডেই বা 'হালাল ফুড' থাকবে না কেন।
আর এও তো ঠিক,যারা আসে তারা সবাই যে 'নন-ভেজ' -তা কে বললো । আমার মত প্রকৃতি-সন্ধানী(!) সাচ্চা ভেজেটেরিনিয়ানও তো আসেন নিশ্চয়ই- তাদের কেউ কেউ হালাল ফুড তো চাইতেও পারে। পথিপার্শ্বের পানশালাগুলো [ Streetside Bar]'এর ছবি বোধগম্য কারণেই আর দিলাম না । কেবল একটি বাংলা রোডের একটি বিজ্ঞাপনের কথা না বললেই নয়। মূল ইংলিশ ব্যানারের ছবিটা দিলাম । বাংলা করলে এরকম-
স্বামীদের ডে কেয়ার সেন্টার (দিবস পরিচর্যা কেন্দ্র)।।
'আপনার কি একটু অবসরের প্রয়োজন,
নিজের জন্য কিছুটা সময় দিতে চান,
বা শপিং এ যেতে হবে ?
কোন চিন্তা নেই । আপনার স্বামীকে আমাদের কাছে নিশ্চিন্তে রেখে যেতে পারেন ।
আমরা আপনার হয়ে তার দেখাশোনার ভার নিজেরাই নেব।
কেবল তার ড্রিন্কস্ এর দামটা দিয়ে গেলেই হবে।'
©somewhere in net ltd.