![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃষ্টিকোন।।
পণ্যের এপার-ওপার।
আমাদের কাগজে লেখে-
-‘ভারতীয় পণ্যে বাজার ছয়লাপ’, বা- ‘বাজারে ভারতীয় পণ্যের আগ্রাসন।’(ইনকিলাব)
ভারতের কাগজে লেখে-
-‘ভারতীয় পণ্য পাচার ,দেশের সমস্ত ধরণের পণ্য,মায় খিলি পান পর্যন্ত চোরাপথে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে। ফলে দেশের মানুষ বঞ্চিত হচ্ছ পণ্যের প্রাচুর্যের ফল থেকে,আর সরকার বঞ্চিত হচ্ছে কর থেকে।বাংলাদেশে কাগজের দাম অত্যন্ত বেশী- তাই আমাদের কাগজ এখন প্রচুর পরিমানে পাচার হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে কলকাতার প্রকাশনা সংস্থাগুলি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেক প্রকাশকই তাদের নতুন বইয়ের সংখ্যা অর্ধেক কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন।- ‘(আনন্দবাজার)
২| ০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫
রায়হান চৌঃ বলেছেন: রাজীব নুর: কি জানি ভাই... আমার তো মনে হয়, মানুষ যখন নিজেদের পণ্য ব্যবহার করবে তখন ই একটা ইন্ডাষ্ট্রি লাবভান হবে এবং পণ্যের গুনগত মান অটমেটিকেলি বৃদ্বি পাবে, অন্যথায় ঐ ইন্ডাষ্ট্রি লোকশান গুনতে গুনতে চিরতরে বন্দ হয়ে যাবে..... যেটা আমাদের হচ্ছ..... আপাদত আমাদের সরকারী নীতিমালা এবং মিডিয়া গুলো এর জন্য দায়ি বলতে পারেন।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবেগে অনেক কিছুই বলা যায়
তবে ধাক্কা লাগলে তখন হুস থাকেনা
কার সাথে লাগলো।
চালের মজুদদাদের কারনে যখন চাল যখন
হাতের নাগালের বাইরে তখন কিন্তু ভারত থেকে
চাল আমদানী করে চালের বাজারের আগুন নিভানো হয়ে ছিলো।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আবেগে অনেক কিছুই বলা যায়
তবে ধাক্কা লাগলে তখন হুস থাকেনা
কার সাথে লাগলো।
চালের মজুদদাদের কারনে যখন চাল যখন
হাতের নাগালের বাইরে তখন কিন্তু ভারত থেকে
চাল আমদানী করে চালের বাজারের আগুন নিভানো হয়ে ছিলো।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০২
রাখালছেলে বলেছেন: বাংলাদেশ থেকে তেল পাচার হচ্ছে ভারতে । তাতে দেশে কি মড়ক লেগে গেছে । দুই এক মেট্রিক টন তেল গেলে আমাদের তেমন কিছুই হয় না । ভারত থেকে চাল,ডাল,আটা,পেয়াজ,রসুন সবকিছু্ই বাংলাদেশে বৈধ উপায়ে ঢুকছে । যেখানে ভারত তাদের লাভ ও কর নিয়ে বাংলাদেশ তার লাভ ও কর বসানোর পর বাজারে বিক্রি হচ্ছে । এতে কে বেশী লাভবান হচ্ছে । আমার তো মনে হয় ভারতই বেশী লাভবান হচ্ছে । কারন বাজার কার বেশী বড় । অবশ্যই ভারতের কৃষক ও ব্যবসায়ীরাই বেশী লাভবান হচ্ছে ।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুক্ত বাজার অর্থনীতি। তবে আমাদেরও দেশপ্রেম থাকতে হবে...
৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
ব্যতীপাত বলেছেন: আমি লিখেছিলাম মূলত: এইটে বলতে যে- একই জিনিষ দুইপারের মানুষ দুইভাবে দুই দৃষ্টিকোন থেকে দেখছে -যে জিনিষ আমাদের কাছে আগ্রাসন,ওদের চোখে তাই পাচার।
এটাই ছিল মূল প্রতিপাদ্য-
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: দেশে যদি ভালো পণ্য না উৎপাদন না হয় তাহলে তো মানুষ বিদেশী পণ্য কিনবেই।
আর সেটা খারাপ নয়।