![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন সায়াহ্নের গোপন কথা । অনুবাদ
মাঝবয়সের আগে ভয় করো না,মাঝবয়সের পরে অনুশোচনা করোনা।
উপভোগ কর জীবন যতটুকু সম্ভব। অথর্ব হয়ে অনুশোচনা আর দুঃখ প্রকাশের জন্য বসে না থেকে, দৈহিকভাবে সচল যতদিন সম্ভব-ঘুরে বেড়াও ,যাও যেখানে তোমার যেতে ইচ্ছে করত।
যখনই সুযোগ পাবে মিলিত হও পুরানো বন্ধু,সতীর্থ আর সহকর্মীদের সাথে । এ তো শুধু একসাথে খাওয়া-দাওয়ার ব্যাপার নয়,এটা শুধু এ জন্য যে আমাদের হাতে আর অঢেল সময় নেই।
তোমার ব্যঙ্কে যা টাকা জমা আছে,সেসব আর হয়ত তোমার নয়। যখনই খরচ করার সুযোগ পাবে,খরচ কর। নিজের প্রতি সদয় হও কারণ বয়স বেড়ে চলেছে।
কোন কিছু খেতে ইচ্ছে হলে খেও, সুখী হবার জন্য এটি খুব জরুরী।
১- যে সব খাবার স্বাস্থ্যের জন্য ভাল- তা বেশি বেশি ও বার বার গ্রহণ কর। ২- তবে কিছু খাদ্য আছে যা স্বাস্থের জন্য ভাল নয়, তা কম খেও- ,কিন্তু তাই বলে একেবারে নিষিদ্ধ করে ফেল না।
গরীব হও বা ধনী, নিজের অসুস্থতার চিকিৎসা করবে পূর্ণ আশাবাদ নিয়ে । আমাদের প্রত্যেককেই একসময় চলে যেতে হবে,-জন্ম,বয়সের পরিণতি ,অসুস্থতা এবং শেষে মৃত্যুর মধ্যদিয়ে ,এর ব্যতিক্রম নেই। এটাই বরং জীবন।
অসুস্থ হলে ভয় পেও না বা উদ্বিগ্ন হয়ো না। আগে থেকেই অনিষ্পন্ন কাজ সম্পন্ন কর,- তাহলে চলে যেতে পারবে অনুশোচনা ছাড়াই। শরীরকে ছেড়ে দাও ডাক্তারদের হাতে ,আর জীবন ছেড়ে দাও প্রকৃতি বা ঈশ্বরের কাছে। তবে তোমার নিজের মুড কে নিজ দায়িত্বে রেখ।
যদি তোমার উদ্বেগ তোমার অসুস্থতাকে সারায় ,তবে তাকে নিয়েই চলো। যদি চিন্তা তোমার জীবন কে প্রসারিত করে তবে তা নিয়েই এগিয়ে চল। যদি তোমার সুখকে আকুলতা দিয়ে বদল করা যায় - তবে তা নিয়েই এগিয়ে যাও।
আমাদের সন্তানেরা তাদের নিজেদের সৌভাগ্য,(ঋদ্ধি বা সুকৃতিকে) নিজেরাই রচনা করবে।
চার'টে পুরানো গোপন সম্পদের দিকে তাকাও-
১ তোমার আপন শরীর ও স্বাস্থ্যের দিকে বেশি নজর দাও,তুমি তার উপরই বেশি আস্থা রাখতে পার।
২ তোমার অবসরের পেনসন, যে অর্থ তুমি নিজে রোজকার করেছ তা নিজের কাছে রাখাই সবচেয়ে নিরাপদ।
৩ তোমার চিরসাথী- প্রতিটা মুহূর্ত সঞ্চিত রাখ তোমার অধার্ঙ্গিনীর জন্য। তোমাদের একজন কেউ আগে চলে যাবে-
৪ তোমার পুরান বন্ধু,- সমস্ত সুযোগের সদ্ব্যবহার কর তাদের সাথে মিলতে- কারণ এরপর হয়তো আর সুযোগ মিলবে না।
আর প্রতিদিনের অবশ্য কর্তব্য হচ্ছে, হাসি এবং কলরব।
চলমান জলের স্রোত উল্টোপথে ফিরে আসে না। জীবনটাও তো তাই, তাকে সুখী কর ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৫
শহিদুল ইসলাম মৃধা বলেছেন: ভাল লাগলো।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে সফলতা ও সুখের প্রকাশ ঘটিয়েছেন।
মূল রচয়িতার পাশাপাশি অনুবাদককেও অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: "আঠাশ বছরে যে সুন্দর আটত্রিশে সে তো সৌন্দর্য হারাতেই পারে। চেহারার আয়ু আর কতটুকু! কিন্তু গুণ? সারাজীবন থাকে।"
____সমরেশ মজুমদার