নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিষাদ

আমি জানি আমি জানি না

ব্যতীপাত

স্থপতি

ব্যতীপাত › বিস্তারিত পোস্টঃ

একুশের সেকালএকাল

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪

একুশ এসেছে অথচ শহীদ মিনার যাইনি -এমন কখনও ভাবতেও পারতাম না। কিন্তু এখন তাই হয় - যাইনা ।
যখন থেকে রাত বারটায় সরকারি ভাবে পালন শুরু হলো,সব প্রতিষ্ঠানে বাধ্যতামুলক হলো একুশের প্রভাত ফেরী আর পুষ্পার্ঘ অর্পণ, ফুল হাতে দীর্ঘপথ হেঁটে ফুল দিতে গিয়ে শহীদ মিনারে দাঁড়াতেই দেবে না । লক্ষ মানুষের ভীড়ে কিছু অনুভব করার আগেই সরে যেতে হয় ,নয় মুহূর্তেই প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দেবে -শ্রদ্ধা জানান নয়,যেন আত্ম প্রদর্শণ- শপথ নয়,প্রথা পালন- চেতনা নয় কেবল দর্শণ ।
একুশ এখন কেবল প্রথা পালন, প্রায় উৎসবে পরিণত। নেই সেই প্রতিবাদী চরিত্র,বাঙালি জাতীর অধিকার আদায়ের শপথ, সংগ্রামের দৃপ্ত স্লোগান ,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, নেই ভাষাকে ভালবাসার প্রকাশ- এখন আমরা সবাই কেউ পশ্চিমা ধারার আধুনিকতায় নিমজ্জিত কেউ বা প্রতিক্রিয়াশীল ধর্মীয় গোঁড়ামীতে -
একটি ভিডিও স্ট্যাটাস দেখলাম ঢাকার রোটারিয়ানদের। তারা এই শহীদ দিবসের ছুটির দিনে এক রিসর্টে গিয়ে পিকনিক করছেন । সবাই বুটিক শপগুলো থেকে একুশের সাদা কালো ফ্যাশনেবল ড্রেস পরে সুন্দর করে সেজেছে । একজন অভিভাবক ছোটদের কাছে একুশে'র ছবি আঁকার প্রতিযোগীতার তাৎপর্য ব্যখ্যা করছেনএক খিচুড়ী ভাষায়-
-' তোমরা কি জানো আজ কি ? আজকের দিনটা ভাষার জন্য যারা 'জান' দিয়েছেন,তাদের মেমরির জন্য, মানে তাদের রিমেমবার করা হয় সারাদিন-- এদিন আমরা 'ব্লাক এন্ড হোয়াইট' ড্রেস পরি- কারন এটা শোকের কালার। একেক দেশ একেক কালারের ড্রেস পরে, কেউ নীল ড্রেস পরে, কেউ হলুদ । আমরা সবাই পরি সাদা কালো , ব্লাক এন্ড হোয়াইট। আর শহীদ মিনার হচ্ছে যেখানে তোমাদের গ্র্যান্ড ড্যাডীরা আন্দোলন করেছিল---

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

নেওয়াজ আলি বলেছেন: অসামান্য ভাবনা

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: যে কোনো উৎসবই আমাদের কাছে আনন্দ উৎসব।
কারন বাঙ্গালীদের আনন্দের বড় অভাব।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

ব্যতীপাত বলেছেন: জীবনে আনন্দের অভাব নেই,কেবল খুঁজে নেবার অনুভব চাই। তবে পার্থক্যটা জানা উচিৎ কোথায় কিসে আনন্দ করতে হয় আর কোথায় নয়।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

একাল-সেকাল বলেছেন:
ঠিক বলেছেন,
শোক কে শক্তিতে নয় উৎসবে পরিনত করে ফেলেছি।

বাংলাটা ঠিক আসে না |
ভবানীপ্রসাদ মজুমদার কে এই ভাষা দিবসে খুব মনে পরে।

ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
কী লাভ বলুন বাংলা প’ড়ে?
বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
জানে দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’ বেঙ্গলিতে
সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
হিন্দি সুইট সায়েন্টিফিক
বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
কীসের গরব? কীসের আশা?
আর চলে না বাংলা ভাষা
কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।

ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
এই ভাষাতে দিবানিশি
হয় শুধু ভাই ‘পি.এন.পি.সি’
এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।

বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
মায়ের দুধের বড়ই অভাব
কৌটোর দুধ খাওয়াই স্বভাব
ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।

বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা।
আজ ইংলিশ বিশ্বভাষা
বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।

শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
কাজী নজরুল- রবীন্দ্রনাথ
ওদের কাছে তুচ্ছ নেহাত
মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪০

ব্যতীপাত বলেছেন: কবিতাটির অন্তর্নিহিত শ্লেষটি বাস্তব,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.