![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ডজন প্রেমের দিওয়ান ই গালিব।
বাংলায় ভাবানুবাদ। সফি দিওয়ান
১
প্রেমের তো শুরু হলোই কেবল,
কাঁদছো তুমি এখনই ?
সামনের দিকে তাকিয়ে দেখো ,
ঘটবে আরও কত কি।।
২
একলা থাকার সন্ধ্যেবেলা
বুঝবে না কত কষ্টকর,
জেনে নিও সেই পাখির কাছে-
ফিরবার যার নেই কোন ঘর।।
৩
যখন তোমার পড়বে মনে
আমায় আবার ডাকতে পারো,
নই আমি কোন অতীত কাল-
ডাক দিলে ফের পেতেও পারো।
৪
মনের মধ্যে, কত কী যে আছে
বলা'তো যায়না সবটা তার,
ঠোঁটে সব এসে ,যায় থেমে শেষে -
একি হাল হায়, বন্ধু আমার।।
৫
প্রেমের উৎস হতেই আসে
আঁধারের মাঝে আলো।
হৃদয়েতে প্রেম যদি নাই থাকে -
তবে হয় যেন সব কালো।।
৬
এসো আজ মোরা পরস্পরের
অনুরাগে মাতি চিরদিন,
আসক্তি যেন থাকে দু’জনায়
কখনো না হই উদাসীন’।।
৭
তুমি তো আমার হয়েই গেছ,
যখন কোন দুসরা* নেই,
চারদিকে দেখ, সব শুনশান
অন্য কোনই ভূবন নেই।।
* বিকল্প, অন্যকেউ
৮
বিরহ অনলে পুড়ল হৃদয়
বাঁচানো তাকে গেল না।
ঘর পুড়ে সব হলো ছারখার ,
তবু, আগুন নিভান গেল না।।
৯
দাঁড়িয়েছিলাম মরবার তরে
সেই তো কাছে এলো না,
হতেও পারে রূপসীর তূনে
ছুঁড়ে মারবার তীর ছিল না।।
১০
প্রতিদিন শুধু, দেখে যাই আমি
জীবনের কত রঙীন বাসনা,
সে সব কিছুই অকারণ যেন -
সব সাধ তার তাই মেটে না।।
১১
প্রিয়ার মিলন নেইকো ভাগ্যে
জীবন হলো শুধুই বেহাল,
যদি বেঁচে থাকি আরও কিছুদিন
'অপেক্ষার'ই বাড়বে কাল।
১২
আছে কি এমন পবিত্র ফুল
যায় না যেথা মৌমাছি?
সুধা যদি তার অনাঘ্রাতা-
সে ফুলের সার্থকতা কী? ।।
©somewhere in net ltd.