| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই যে যার নিজের জায়গা করে নেয়ার প্রতিযোগিতায় মত্ত।

নবীণকে জায়গা দিতে প্রবীণের প্রস্থান। এটাই জগতের আমোঘ নিয়ম।

স্বপ্ন গুলো এভাবেই কুড়ি থেকে প্রস্ফুটিত হয়।
কিন্তু কোনোটা পরিণত হয়।
কোনোটা ঝরে যায়।

ছবিঃ এই অধমের আনাড়ি হাতে, এক নগণ্য মোবাইলে তোলা ![]()
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
অন্তঃপুরবাসিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ ![]()
২|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম। ![]()
৩|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
সুমন কর বলেছেন: সুন্দর। তবে আরো কিছু দিতে পারতেন...
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৭
অন্তঃপুরবাসিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পরামর্শের জন্য।
পরবর্তীতে চেষ্টা করবো সুমন ভাইয়া। ![]()
৪|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনিতো বাজিমাত করে দিয়েছেন ------ অপূর্ব ----------
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
অন্তঃপুরবাসিনী বলেছেন: বাজিমাত করে দিয়েছি!!
লজ্জা পেলাম।
তবে আপু আপনি আমার ব্লগে এসেছেন তাতেই ধন্য আমি!!
অসংখ্য ধন্যবাদ। ![]()
৫|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
আজাদ মোল্লা বলেছেন: অনেক সুন্দর ছবি এক কথায় অপূর্ব ।
০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:১৬
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ মোল্লা ভাই।![]()
৬|
০১ লা মার্চ, ২০১৬ রাত ১:২৬
সায়েদা সোহেলী বলেছেন: 
আমি অধমের মোবাইলে তোলা একটা ছবি দিলাম , কপ্লিমেন্ট হিসেবে । ![]()
পোস্টে +++
০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:১৫
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ আপু।![]()
উৎসাহিত হলাম।
৭|
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:১২
দিয়া আলম বলেছেন: সুন্দর ছবি আপু
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৯
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ তোমাকে । ![]()
৮|
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার ছবি সাথে সুন্দর বাক্য গঠন ।
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:০৮
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম। ![]()
৯|
০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:০২
অন্তঃপুরবাসিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার পোষ্টে আসার জন্য।![]()
১০|
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬
আনাস মাহমুদ বলেছেন: এমন সুন্দর ছবি উপহার দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৩
অন্তঃপুরবাসিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম। ![]()
১১|
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: সুন্দর প্রয়াস।
++++
০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
অন্তঃপুরবাসিনী বলেছেন: উৎসাহিত হলাম।![]()
১২|
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩
প্লাবন২০০৩ বলেছেন: ছবি গুলো মুখ্য নয়, আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন সেটা যদি একটু ব্যাখ্যা করতেন।
তারপরও ছবি গুলো সুন্দর।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
অন্তঃপুরবাসিনী বলেছেন: প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে এক সাথে অনেক গুলো কুঁড়ি।যে যেভাবে পারছে ফোটার চেষ্টা করছে। আমরাও কি এমন না্? অন্যকে পিছনে ফেলে নিজেকে মেলে ধরার চেষ্টায় রত।
এখানে প্রতিযোগিতাকে বোঝাতে চেয়েছি।
দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে পুরানো পাতা পড়ে গিয়ে নতুন পাতা গজাচ্ছে। প্রবীণরা চলে গিয়ে নবীনদের জায়গা করে দেয়। আমি আমার বাবাকে জানি,দাদাকে দেখিনি গল্প শুনেছি।বাবার দাদার শুধু নাম ই জানি। তারপর আর জানি না।ওনারা চলে গেছেন বলেই আজকে আমি বর্তমান। ওই নতুন পাতাদের মত।আমার মনে হয় এক পুরুষ, দুই পুরুষ করে এভাবে চলে যায় আর এক পুরুষকে জায়গা করে দিতে। এক জেনারেশানের চলে গিয়ে আর এক জেনারেশান আসে এটা বোঝাতে চেয়েছি ছবিটি দিয়ে।
১৩|
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
প্লাবন২০০৩ বলেছেন: শুভ উপলব্ধি।
ব্লগিংয়ে স্বাগতম।
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২০
অন্তঃপুরবাসিনী বলেছেন: কি হাবিজাবি বক বক করলাম!! বোঝাতে পারলাম কিনা জানি না।
ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য।
১৪|
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
নুরএমডিচৌধূরী বলেছেন: সুন্দর পোষ্ট
ভাললাগা রইল
০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ।
১৫|
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
কাবিল বলেছেন: ফুল গুলো মনে হয় ফুটেছে।
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:২০
অন্তঃপুরবাসিনী বলেছেন: হুম। একটা ফুটছে।
১৬|
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর । ভাল লাগল। ![]()
০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ। ![]()
১৭|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৫
রুদ্র জাহেদ বলেছেন: ছবি আর ক্যাপশন মিলিয়ে দারুণ।বাসন্তি শুভেচ্ছা
ছবি ব্লগে+++
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০
অন্তঃপুরবাসিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ![]()
১৮|
১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: লেবু ফুলগুলো দেখে ইচ্ছে করছে এখনি হারিয়ে যাই প্রকৃতির সনে।
১২ ই মার্চ, ২০১৬ ভোর ৬:২৪
অন্তঃপুরবাসিনী বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার মন আসলেই সাদা।![]()
১৯|
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২
মুরাদ আহম্মদ খাঁন বলেছেন: একবার দেখেছি আবার দেখলাম ।
ভাল লাগলো।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১০
অন্তঃপুরবাসিনী বলেছেন: আবার দেখেছেন জেনে আমারও ভালো লাগলো। ![]()
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
মৃদুল শ্রাবন বলেছেন: সুন্দর।
ব্লগে স্বাগতম ।