নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘ঘুরি, জীবন থেকে পালাতে নয়,জীবনই যেন জীবন থেকে না পালায়’

শিবলী মিঁয়াও

এমএ পাশ ।

শিবলী মিঁয়াও › বিস্তারিত পোস্টঃ

উল্টা পাল্টা বকলেও আমি কিন্তু পাগল না

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১

২০১২ সালে নাফিজ নামে বাংলাদেশী এক ২১ বছরের যুবককে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা আটক করে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চক্রান্তের অভিযোগ আনা হয়। নাফিজ একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে ওই গুরুত্বপূর্ণ ভবনটি উড়িয়ে দেবার চেষ্টা করেছিল। বাংলাদেশে সে নর্থ সাউথে পড়ত, পরবর্তীতে মিসৌরির এক কলেজে পড়ার জন্য স্টুডেন্ট ভিসা নিয়ে সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়।নানা কারনে সে সময়ের খুবই আলোচিত ঘটনা ছিল এটি।
এবার আসল কথায় আসি, নাফিজ বিস্ফোরক ভেবে যা ব্যবহার করেছিলেন তা ছিল নকল - এবং এফবিআইএর ছদ্মবেশী এজেন্টরাই তার সহযোগী সেজে ওই ভুয়ো বোমাটি তাকে তৈরি করে দিয়েছিলেন।
‘গোপন সূত্রে খবর পেয়ে এফবিআই এজেন্টরা মি. নাফিসের ওই সন্ত্রাসী আক্রমণ চালানোর ইচ্ছের কথা জানতে পারে এবং তাকে ওই আক্রমণে সহযোগিতা করার কথা বলে তার সাথে সখ্যতা গড়ে তুলে নজরদারি চালাতে থাকে’ সুত্র বিবিসি
‘মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, কাজী নাফিস যে বোমা পেতেছিলেন বলে বলা হচ্ছে, সেই বোমার নকল সাজ সরঞ্জাম তার কাছে বিক্রি করেছে এফবিআই, তাকে সব ধরণের সাহায্য সহযোগিতায়ও ছিল তারাই’ সুত্র বিবিসি
এফবিআই নাফিজকে শুধু সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধই করেনি, তাকে বুদ্ধি, পরামর্শ, অর্থ এমনকি সাজ সরঞ্জাম দিয়েও সাহায্য সহযোগিতা করেছে। কি ভয়ংকর বিষয়! তার মানে এফবিআই চাইলে যে কাউকেই দিয়েই এমন ঘটনা ঘটানোর সামর্থ্য রাখে। নাফিজকে তারা যদি নকল বোমা না দিয়ে আসল বোমা সরবারহ করত তাইলে ফেডারেল রিজার্ভ ব্যাংকে ধ্বংস হবার পর সারা দুনিয়া জানত এটা আল কায়দার কাজ!!
আর অসম্ভব কে সম্ভব করা হইল এফবিআইের কাজ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.