নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘ঘুরি, জীবন থেকে পালাতে নয়,জীবনই যেন জীবন থেকে না পালায়’

শিবলী মিঁয়াও

এমএ পাশ ।

শিবলী মিঁয়াও › বিস্তারিত পোস্টঃ

মাকাল ফল

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

এবার শ্রীমঙ্গলে গিয়ে কোন এক অলস দুপুরে একাকী নিসর্গের কটেজে এলোমেলো ঘুরতে ঘুরতে হঠাৎ এই মশিয়ের সঙ্গে সাক্ষাৎ । নির্জনে বিশাল এক জারুল গাছের শাখায় বেয়ে উঠা লতানো গাছে ঝুলছিলে এই ঝকঝকে লাল ভীষণ সুন্দর কিংবদন্তীটি। মুঘধতা নিয়ে তাকিয়ে থাকতে দেখে কটেজের কেয়ারটেকার আমাতে একরাশ বিস্ময় ছড়িয়ে দিয়ে জানালো এ হচ্ছে ‘মাকাল ফল’।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: মাকাল ফল জীবনে প্রথম দেখলাম।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

শিবলী মিঁয়াও বলেছেন: আমারও জীবনের প্রথম ।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মাকাল ফল, বানর লাঠি, বিছাতু(এর পাতা গায়ে ঠেকলে খুব চুলকায়) এসব একসময় আমাদের গ্রামের জঙ্গলে পাওয়া যেত। এখন সব উজাড়...:(

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

শিবলী মিঁয়াও বলেছেন: আমার এই দীর্ঘ জীবনে এতোটা পরে চোখে পড়ায় এটা বুঝছি , এটা বেশ দুর্লভ হয়ে পড়েছে।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: জীবনে প্রথম মাকাল ফল দেখলাম।

যদি পিকটা মন্তব্যের প্রতিউত্তর এ দেন তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতাম।

ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২১

শিবলী মিঁয়াও বলেছেন: ভাইয়া, পিক মন্তব্যের প্রতিউত্তরে কি ভাবে আপলোড করতে হয় বুঝতে পারছিনা । ধন্যবাদ ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নির্বাক শাওন বলেছেন: @পাঠকের প্রতিক্রিয়া, আমাদের গ্রামে এখনো কিছু কিছু পাওয়া যায় সবই।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

আরণ্যক রাখাল বলেছেন: মাকাল ফল হলুদও হয় কি?

০৯ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪

শিবলী মিঁয়াও বলেছেন: আমি সবুজ আর লালটা দেখেছি, পূর্ণ বিকাশের বিভিন্ন স্তরের কোন এক স্তরে হয়তো এটা হলুদও হয়।

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯

নির্বাক শাওন বলেছেন: হলুদ না ঠিক, কমলা আর হলুদের ঠিক মাঝখানে কোন একটা রং হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.