নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকে আমিঃ https://web.facebook.com/gmhonair

আঁধারের আর্তনাদ

একাকী যে হেটেছিল পথ... সেইতো আমি

আঁধারের আর্তনাদ › বিস্তারিত পোস্টঃ

১৮+ [ বাচ্চাদের প্রবেশ নিষেধ ]

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:০৬



এক কাজে দুই দিনের জন্য মামাত ভাইদের বাসায় গিয়েছিলাম গতকাল। ওদের বাসা পাঁচতলা বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে। এলাকাটা একটু ঘনবসতিপূর্ণ। সারাদিন গ্যাঞ্জাম লেগেই থাকে। বলা চলে, একদিনেই পুরা অতিষ্ট করে ফেলছে। সারাক্ষণ হাউকাউ, কারও ভাল্লাগে?
সকাল গড়িয়ে দুপুর হলো। গোসলে ঢুকলাম। টাওয়েলখানা জায়গা মত রাখতেই ভেন্টিলেটর দিয়ে আওয়াজ এলো...
.
- উবু হ...

- হুমমম, জোরে দিছ

- হুমমম... হুমমমম.... হুমমমম..

- গায়ে জোর নাই? জোরে দে।

- হেইয়ো... হেইয়ো...

- আআআ... উউউহ্... ইসসসস। আস্তে দে। ব্যাথা পাই।

- ঠিকআছে..

এরূপ ১৮+ সাউন্ড শুনে লজ্জা পাবো নাকি টাশকি খাবো, এতসব না ভেবে এক্কেরে বেকুব হয়ে গেলাম। বেকুবনেস কাটাতে গায়ে পানি না ঢেলেই বের হয়ে গেলাম ছাদে। মিনিট পাঁচেক ইতি উতি করার পর যা দেখলাম, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ড়াচেল ভ্রো...

দেখলাম, পাশের মেসের ছাদখোলা গোসলখানায় দুইটা পোলা একে অন্যের পিঠ ডইলা দিচ্ছে.... :p

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :D

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৪

আঁধারের আর্তনাদ বলেছেন: ;)

২| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: =p~

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫

আঁধারের আর্তনাদ বলেছেন: ;)

৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাহ্ মিস হইয়া গেলো!

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

আঁধারের আর্তনাদ বলেছেন: ;) জ্বি ভাই

৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: =p~

০৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৭

আঁধারের আর্তনাদ বলেছেন: ;)

৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৬

আবদুল মমিন বলেছেন:


এতে পাবলিককে জানানোর কি পেলেন বা আমরা এ থেকে কি শিখলাম ?

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

আঁধারের আর্তনাদ বলেছেন: তাই নাকি?? আগে বলেন, ক্রিকেট-ফুটবল খেলে মানুষ কি জানে? কি শেখে ?? আর সামুতে যে শুথু শিক্ষণীয় লেখাই দিতে হবে, এটা কোথায় বলা ?? রেফারেন্স দিয়েন দয়া করে

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৪

কালীদাস বলেছেন: হা হা, অন্য কিছু ভেবেছিলাম =p~

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

আঁধারের আর্তনাদ বলেছেন: ) আমিও ভাই

৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

আবু তালেব শেখ বলেছেন: আমি আগেই ভেবেছিলাম যা বলতে চাইছেন তা হবেনা। কারন ঐরকম খিস্তি কখনো ব্লগে প্রকাশ করতেন না।যতই 18± হোক না কেন

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

আঁধারের আর্তনাদ বলেছেন: ;) সর্বনাশ। সবই আগে জেনে পেলেচেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.