নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছুই নেই তবুও যদি কারো নিতান্তই জানতে ইচ্ছে হয় তাহলে ঢু-মারুন facebook.com/aru.sokal-কিংবা[email protected]

অরুদ্ধ সকাল

কথা না রাখার স্বদেশে; আর কথার কন্টক বেঁধাতে চাইনা। তাই কথার রাজ্যে কথার ফেরি করে ফিরি রোজ। হা-পিতেশ করতে গিয়েও ঠেকে যাই। হয়তো জীবনটা এমনই কেউ হারে কেউ জেতে।ভালবাসার সংবৃতি নেই বলে আহত হই; তবুও পড়ে থাকি নুড়ি’র মতো যদি মুক্তো ভেবে কেউ হাতে তোলে; যদি ওঁচলা ভেবে কেউ ছুড়ে ফেলে তবুও তেমনি থাকি, যেমনি আছি এখনো। কারও সংবেদ্য না হতে পারি নৈবেদ্য হতে দোষ কি!!\nযোগাযোগ: facebook.com/aru.sokal

অরুদ্ধ সকাল › বিস্তারিত পোস্টঃ

নাহ্ এগুলো কবিতা নয় কবিতার মতো__

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৫৩









১।।

আমাদের প্রথম কবে দেখা হয়েছিলো তা মনে করতে গেলে,

মনে করতে হবে বর্ষামুখর সন্ধ্যা কে।

আর বর্ষামুখর সন্ধ্যা কে মনে করতে গেলে, মনে করতে হবে সেই বৃষ্টিভেজা পথকে।

আর সেই বৃষ্টিভেজা পথকে মনে করতে গেলে, মনে করতে হবে সেদিন সপ্তাহের কোন দিনটি ছিলো।

এভাবেই মনে করতে হবে, কি থেকে কি হয়েছিলো?

তাই এই ভরা সন্ধ্যেয় আমি আর মনে করতে চাইনা।









২।।।


আর কিছু নাইবা পারো

দিতে পারতে কিছু আশা।

আর কিছু নাই বা পারো জাগাতে পারতে না পাবার নিরাশা

তুমি কত কিছুই পারতে

তারপরও তুমি না পারাদের দলেই থেকেছো চিরকাল।







৩।।

ধু-ধু মাঠে শুধু ঘর; তার পাশে থাকে পড়ে, তোমার ফেলে দেওয়া আকাঙ্খার চাদর।



তুমি তো একা নও!

একা হওয়া খুব সহজ নয়।

তুমি কি ভুলে গেছো

একা হতে গিয়ে তুমি নিরবতা খুজেছো কতকাল।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২০

সজল আহমদখ বলেছেন: ৩নম্বর স্টেপটা আমার ভাল্লাগ্ছে!

২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: ধু-ধু মাঠে শুধু ঘর; তার পাশে থাকে পড়ে, তোমার ফেলে দেওয়া আকাঙ্খার চাদর।
চমৎকার লাইন। :)

৩| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৯

মামুন রশিদ বলেছেন: ধু-ধু মাঠে শুধু ঘর; তার পাশে থাকে পড়ে, তোমার ফেলে দেওয়া আকাঙ্খার চাদর।

তুমি তো একা নও!
একা হওয়া খুব সহজ নয়।
তুমি কি ভুলে গেছো
একা হতে গিয়ে তুমি নিরবতা খুজেছো কতকাল।


অসাধারণ!

৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


এগুলো যদি কবিতার মতো হয় তবে কবিতা কোনগুলো ?

৫| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

নিশাত তাসনিম বলেছেন: ২।।।
আর কিছু নাইবা পারো
দিতে পারতে কিছু আশা।
আর কিছু নাই বা পারো জাগাতে পারতে না পাবার নিরাশা
তুমি কত কিছুই পারতে
তারপরও তুমি না পারাদের দলেই থেকেছো চিরকাল।

কেন পারেনা ? কেন না পারের দলে থাকে চিরকাল ? একটু পারলে কি হতো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.