নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁধাহীন, দৃঢ় ও মুক্ত কণ্ঠের আহ্বান

www.facebook.com/ArunodoyOfficial

অরুণোদয়

এমন করেই যায় যদি দিন, যাক না..............

অরুণোদয় › বিস্তারিত পোস্টঃ

এবার ১৮ বছরের নিচে যারা, তাদেরকেও National ID Card দেওয়া হবে!! :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০

খবরটা দেখার পর থেকেই খুশি খুশি লাগছে!! ;) :D



আজক রাতে দেশ টিভিতে খবরে দেখলাম নির্বাচন কমিশন কয়েকটা রুলে সংশোধন এনেছে, যার ফলে ১৮ বছরের নিচে যারা, তাদেরকেও National ID Card দেওয়া হবে। :D



ভালই তো! দেশের উন্নতি হচ্ছে! এর ফলে ১৮ বছরের নিচে যারা আছে, তারা ভোট দিতে না পারলেও নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সিম রেজিস্টার করা, অনলাইনে oDesk, MoneyBookers, Payza সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এ নিজেকে verify করা সহ অন্য কাজগুলো সহজেই করতে পারবে! এছাড়া সরকারও এর দ্বারা উপকৃত হবে!! :D



আমার মতে এটা অত্যন্ত ভাল একটা পদক্ষেপ! আপনার কি মনে হয়?? :D

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

সবুজ প্রিথিবী বলেছেন: আমার বয়স ২২ হইয়া গেল তাও একখান আইডি পাইলাম না, আর এহন ১৮ বছরের নিচে যারা তাদের দেওয়া হইব আইডি। :-&
বড়ই আজিব দুনিয়া :||

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ১৭ বছর ১১ মাস ১১ দিন

সে কি বুদ্ধিহীন ? :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

অরুণোদয় বলেছেন: কার কথা বলেন??

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৩

রামন বলেছেন:


প্রতিটি বাংলাদেশী নাগরিক হোক সে প্রাপ্ত বয়স্ক কিংবা অপ্রাপ্ত বযস্ক সাংবিধানিক অধিকার বলে সে জাতীয় পরিচয় পত্র ধারণ করার অধিকার রাখে।
তবে অপ্রাপ্ত বয়স্কদের পরিচয় পত্রের মেয়াদ কত হবে এই বিষয়ে বিধি বিধান থাকতে হবে। যেহেতু অপ্রাপ্ত বয়স্কদের চেহারা দ্রুত পরিবর্তন হয় কাজেই ১৮ বছরের নিচে বয়স্কদের পরিচয় পত্রের মেয়াদ ৫ বছর হতে পারে। আবার ৫ বছর বয়সের নিচে শিশুদের পরিচয় পত্রের মেয়াদ ২ বছর দেয়া যেতে পারে।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ইয়েসসস.........এইবার তাইলে পাইতাছি .........


অত্যন্ত ভাল উদোগ আমগর মতো ১৮- দের লাইগা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২

অরুণোদয় বলেছেন: :D

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

মদন বলেছেন: ভালো উদ্যোগ

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮

ভালো থাকতে চাই বলেছেন: এক বছর আগের রেজিস্ট্রেশন করেছি , আইডি কার্ড পাওয়ার কোন খবর নাই, এখন ১৮- দেরকেও আইডি দিচ্ছে , সেলুকাস ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

অরুণোদয় বলেছেন: ভাই, এইটা বাংলাদেশ!
অনেক কিছুই এখানে সম্ভব!! ;) :P :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.