![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
এলো রমজান, মুসলিম জাহান,
হলোরে আলোকিত
ধন্য সবাই পবিত্র আলোকে
বিশ্ববাসী পুলকিত।
এক মাস সিয়াম সাধনায়
অধীর সকলে,
আসিবে ঈদ,পড়িবে নামাজ
দলে দলে।
ভেদাভেদ ভূলে করে আলিঙ্গন
হিংসা বিদ্বেষ হীন,
কতনা সুন্দর মানব জগত
মিলায় মুয়াজ্জিন।
খোদার পরশে জাগিলো পৃ্থিবি
কতনা সুন্দর!
হাসিছে জাহান,গলিছে পাষান
বেহেস্তের অন্তর।
যার যা আছে বিলিয়ে দাও
গরীব দুখী মাঝে,
বেহেস্তের উদ্দান, ঈদগার ময়দানে
নয়নাভিরাম সাজে।
ঈদ এলো ঈদ এলো
শিশুদের অন্তরে,
আজিকে নবী অতিথি হয়ে
এলোরে ঘরে ঘরে।
২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: চার লাইন গ্যাপে লিখলে আরো ভাল হতো
সুন্দর হয়েছে
৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৮
সিগনেচার নসিব বলেছেন: সব ভেদাভেদ ভূলে করে নিই আলিঙ্গন ।
ধন্যবাদ প্রিয় কবি। ++++ অনিঃশ্বেস শুভেচ্ছা রইল
৪| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার ফুটিয়েছেন। বেশ লাগল।।
৫| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯
অরুন চঞবওী বলেছেন: ধন্যবাদ সকলকে।আমার জন্য দোয়া করুণ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৬ দুপুর ২:২২
ঘটক কাজী সাহেব বলেছেন: যার যা আছে বিলিয়ে দাও
গরীব দুখী মাঝে,+++++++++ ভালো থাকুন কবি সব সময়।