![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
ভালোবাসা তারে কয়
যেখানে হারতে হয়,
আছে যেমন জয় পরাজয়
তেমনি সময় হয় অপচয়।
ভালোবাসতে নেয় না সময়
যদি ভালো লাগে,
মনটা তখন হয়রে বাউল
নানান ছবি আকে।
কেহ দেখে পাগল, মনটা কাদে
প্রান পাখিটার লাগি,
কেহ বলে তার নয়ন যুগল
আমার মনের ছবি।
ভালোবাসা এমন বাতাস
দেখা নাহি যায়,
যে জন একবার ভালোবাসে
ভাসে অকুল দড়িয়ায়।
তবু ও যে বাসছে ভালো
প্রেম যমুনার জলে,
জাতি মান কুল নাহি মানে
প্রেম তরঙের ফুলে।
ফুল ফুটলে পরে হয় না বাসি
এ কোন জাদুর খেলা,
দিনে দিনে হয়রে তাজা
সাগর ভাসা ভেলা।
একে বলে ভালোবাসা
একে বলে প্রেম,
শ্যাম অংগে হয়রে বাধা
অথই ঘন শ্যাম।
অরুণ
২| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০০
অরুন চঞবওী বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২২
সিগনেচার নসিব বলেছেন: দারুন লাগল পড়তে
ছন্দে ছন্দে বিমোহিত