![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
আজ একুশে ফেব্রুয়ারী ভাষার রোনাজারী
চারিদিকে বর্ণমালার জয়ধ্বনি।
আজ আসমুদ্র হিমাচল তরঙ্গ কলকল
বর্ণমালার হিল্লোল শুনি।
আজ ফুলে ফুলে শহীদ মিনার
সেজেছে নয়নাভিরাম সাঁজে,
শিল্পির কারুকাজ হাজারো রং এর সাঁজ
মনোবাতায়নে বর্ণমালার বীনা বাজে।
আজ পলাশ গাদায় রং খেলে যায়
একুশে ফেব্রুয়ারী,
দোয়েল কোয়েল ময়না কুকিল
সুর দিয়েছে তারি।
মায়ের কান্না সন্তান হারানোর
এইতো বর্ণমালা,
শোকে সুখে সেজেঁছে অপলক
বরন মালার ডালা।
আজ একুশে ফেব্রুয়ারী জয়গান তারি
মিলেছে মহামিলন মেলা,
ত্যাগের মহীমায় চীর ভাস্বর তারা
পুলকিত গগণ তারায় তারায় বর্ণমালা।
অরুণ চক্রবর্ত্তী
২১/০২/২০১৯
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।