![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
ঐ দেখনা তারায় তারায়
খেলছে খেলা বর্ণমালায়,
শিশু কিশোর ছড়ায় পড়ায়
খেলছে শিখছে মাতৃ ভাষায়।
গ্রাম শহর আর পাড়া গাঁয়
জ্বলছে ভাষা বর্ণমালায়,
ফাগুন রং এর বসন্ত ছায়
বাংলা ভাষায় কুকিল গায়।
কতনা মধুর আমার ভাষা
আমরি বাংলা ভাষা,
ছড়া কবিতা বাংলা গানে
বর্ণমালা জাগায় আশা।
নবীন প্রানের উচ্ছল হাসি
বাংলা ভাষায় রাশি রাশি,
বর্ণমালা মুক্তা দানা
ঝরিছে ছরিয়ে গগন ভাসি।
অরুণ চক্রবত্তী
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০
মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত সুন্দর কবিতা।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
অরুন চঞবওী বলেছেন: আপনাদের ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।