![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক জন সাধারন লেখক। সবার সাহায্য চাই।সবার জন্য কিছু করতে মন চায়।সবার দোয়া যেন আমার উপর থাকে।
আজ নববর্ষ নববধূর সাজে
সেজেছে প্রকৃতি অপূর্ব কারুকাজে
নয়নাভিরাম শিশু কিশোর দল
নাচিছে খেলিছে করিছে কল্লোল।
বৃদ্ধা বণিতা কিশোরীর মাঝে
নববর্ষ সেজেছে বর্ষবরণ সাজে
কামার কুমার জেলে তাঁতী চাষী
কি যে মনোহর আনন্দে বেড়ায় ভাসি।
পাকপাখালী করিছে কোলাহোল
আজকে পহেলা বৈশাখ প্রকৃতিতে নেমেছে ঢল।
মেঘেলা আকাশ ঝড়োয়া বাতাস এই বুঝি বৈশাখ
ডাকে মেঘ গুরু গুরু উৎসব হাকডাক।
রং বেরংঙ্গের ব্যানার ফেস্টুন পড়িছে মুখোশ
প্রকৃতির সব রূপ নেমেছে বর্ষবরণে উন্মুখ।
পান্তা ইলিশ রমনা বটমূলে জীবনের নব যাত্রা
পহেলা বৈশাখ মিলিয়েছে মিলন দিয়েছে নতুন মাত্রা।
আজ ভেদাভেদ নেই সবাই সমান এসেছে নতুন দিন
মিলনের মাঝে কতনা আনন্দ বৈশাখ অমলিন।
অরুণ
২| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভালো লেগেছে।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: নতুন বছরের দিনগুলো হোক সুখময় ও ভালোবাসাময়।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
আকতার আর হোসাইন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।।।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
রমনার বটমুলই কি বাংলাদেশ?