নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

পুরনো তুমি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪২

সেই পুরনো তোমায় আমি খুঁজে ফিরি বার বার ,
খুঁজে ফিরি পুরনো চিঠির পাতায় পাতায়
পুরনো কাপড়ের ভাঁজে ভাঁজে,
তোমার দেয়া পুরনো বইগুলোতেও খুঁজেছি কতবার ।
নির্মলেন্দু গুণ এর কবিতায় খুঁজেছি,
আজো খুঁজে ফিরি নুতন কবির অনুভুতিতে।
কতনা খুঁজি তোমায় ক্লান্তবিহীন ভাবে,
কতটা রাত কেটে যায় ঘুমহীনোতায় ।
সেই যে কবে ছোট্ট কোরে বলেছিলে,'ভালোবাসি তোমায়'
একটি বারই বোলেছিলে,
আজো কম্পিত হয়ে স্তম্ভিত করে দেয় শব্দ দুটি আমায় ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৮

জেন রসি বলেছেন: ভাল লাগল।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: thanks , very happy to know that

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

এম এস নিলয় বলেছেন: সুন্দর হয়েছে :)

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১০

গুলশান কিবরীয়া বলেছেন: Thanks

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২১

সুমন কর বলেছেন: পুরনো তুমি কে, নতুন করে ভাল লাগল। প্রথম দিকে বেশ হয়েছে।
কিছু টাইপে ভুল অাছে, একটু দেখবেন।

আর একটা কথা, অাপনি যার মন্তব্যের উত্তর দিতে চান, তার বাম পাশে মাউস নিলে "মন্তব্যটির উত্তর দিন" দেখাবে। এভাবে দিলে উনি জানতে পারবেন, অাপনি উত্তর দিয়েছেন।

হ্যাপি ব্লগিং........ !:#P !:#P

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৩

সুমন কর বলেছেন: অার হ্যাঁ, ১ম লাইক দিয়ে গেলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, তথ্য দেয়ার জোন্য , আর আপনার ভালো লেগেছে এটা জেনে অনেক খুশি , আমি বাংলা টাইপ কোরতে পারি না ভালো কোরে , এখোনো শিখছি । ভুল গুলো কি বোলবেন প্লিজ ।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২২

কওছার বলেছেন: বেশ ভালোই লিখছেন আপু B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

আহমেেদ শাফি খান বলেছেন: চমৎকার কবিতা। you should write more often. 

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: কিছু প্রিয় জিনিস থাকে,
কিছু প্রিও তৈজস...
যে কথা কেউ জানেনা, তারা জানে...
কিছু অনুভূতি ওরাও জানেনা,
কেবল সঙ্গোপনে ধুকপুক করে হৃদয়ের মাঝে, পাজরের ভিতর...

সেই কথা তোকে বলি, আর তুইও বল...
ভালোবাসি, ভালোবাসি...
নিজের চেয়ে বেশি নয়,
তবু অনেক অনেক অনেক বেশি...


++

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২

গুলশান কিবরীয়া বলেছেন: মুগ্ধ আমি ! আপনি তো আসাধারন লেখেন , কিভাবে পারেন । আমি কবিতার পাগল , লেখারও অনেক চেষ্টা করি । আনেক আনেক ধন্যবাদ ।

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

রুদ্র জাহেদ বলেছেন: আজো খুঁজে ফিরি নুতন কবির অনুভুতিতে...বেশ ভালো লাগল আপুনি

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:৪৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । :`>

১১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর একটা কবিতা পড়ে গেলাম, গুলশান কিবরীয়া। কবিতায় ব্যক্ত আবেগের একটা সার্বজনীন আবেদন আছে। জীবনে প্রথমবারের মত কারো কাছ থেকে 'ভালোবাসি তোমায়' শোনাটা মানুষের সারাজীবন মনে থাকে। সেই স্মৃতিকে নিয়ে লেখা কবিতা পাঠককে স্পর্শ করবে, এটা খুবই স্বাভাবিক।
তবে আপনার এই সুন্দর কবিতাটির অঙ্গহানি ঘটেছে বেশ কয়েকটি বানান ভুলের কারণে। হয়তো সেলফোনে টাইপ করেছিলেন, তাই এতগুলো টাইপো হয়ে গেছে। ৬ নং মন্তব্যের উত্তরে আপনি ভুলগুলো জানতে চেয়েছিলেন, যা জানানো হয় নাই। সেজন্যই ভাবলাম ভুলগুলো আপনাকে জানিয়ে দেই। আশাকরি মনে কিছু নেবেন না। ভুলগুলো একটু সম্পাদনা করে নিলে এই সুন্দর কবিতাটি পড়তে আরও ভালো লাগবেঃ
কোতোবার<কতবার
ণির্মলেন্দু গুন<নির্মলেন্দু গুণ
কোবিতা<কবিতা
ক্লান্তবিহীন কথাটা ক্লান্তিবিহীন করলে ভালো হয়।
কেঁটে যায় ঘুমহীনোতায়<কেটে যায় ঘুমহীনতায় (কেটে তে চন্দ্রবিন্দু নেই)
ছোট্ট কোরে বোলেছিলে<ছোট্ট করে বলেছিলে
বোলেছিলে<বলেছিলে
কম্পিতো<কম্পিত

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আমার প্রথম বাংলা কবিতাটি অথবা অনুভূতিটি পড়ার জন্য আর কারেকশন গুলো উল্লেখ করারা জন্য । এখনই ঠিক করে নিচ্ছি ।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: না , একদমই মনে কিছু করিনি । বরং ভালো লাগছে । আমার কাছে তো এই ব্লগটাকে বেস্ট স্কুলিং প্লেস মনে হয় লেখালেখি শেখার জন্য । অনেক কৃতজ্ঞ এই ব্লগের কাছে আর সুহৃদ ব্লগারদের কাছে । অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার । :) এভাবেই সবসময় পাশে থাকবেন আশা করি ।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: অবশ্যই থাকবো, এবং আশাকরি আপনিও যতটা সম্ভব, আমার আরও কিছু লেখা পড়বেন, গুলশান কিবরীয়া।

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । অবশ্যই থাকবো পাশে , আসলে সময়ের অভাবে অনেক ভালো ভালো লেখা থেকে বঞ্চিত হচ্ছি আপনার দুএকটা লেখা পড়েছি , কিন্তু মন্তব্য করারা সুযোগ হয়নি । অনেক ভালো থাকবেন ।

১৩| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.