নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো...

গুলশান কিবরীয়া

ফেসবুকে চারুলতা আরজু নামে পরিচিত।

গুলশান কিবরীয়া › বিস্তারিত পোস্টঃ

হারানো সুর খুঁজে ফিরি

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮



নিভু নিভু সন্ধ্যেবেলায় ছিলেম দুজনে দুজনায় ,
ফালি ফালি মেঘের দল রাঙ্গানো ছিল আকাশময় ,
উড়ছিল গাংচিল , শুষ্ক মৃদু সমীরণ ,
আর সদ্য গীটারে তোলা স্পন্দিত সুর ,
কিছু অবিমিশ্রিত ভাষায় দেহযষ্টি পেয়েছিল নব্য সুর তরঙ্গ ।
একাত্ম হয়ে সুর সেধেছিলেম দুজনে দুজনার হয়ে ,
ভৈরবী কিংবা আশাবরী থেকে কম কিছু নয় ।

আজ এই উচ্ছল শ্যামলিমায় ঘেরা শুভ্র প্রভাত বেলায় রোমাঞ্চবিহীন একলা আমি !
আছে দিকে দিকে রমণীয় শোভা , বিশুদ্ধ সজীবতা,
আর অপার সম্ভাবনার জোয়ার ।
তবুও রিক্ততায় আবসন্ন ছন্দবিহীন সুর সেধে যাই।
বিবর্ণ বিষাদময়তায় ফিকে হয়েছে সাধনার সুর।
বিমূর্ত মৌনতার আক্ষেপ আর হাহাকারে
হারানো সুর খুঁজে ফিরি নবীন প্রভাতে ।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

তার আর পর নেই… বলেছেন: চমৎকার!

বিবর্ণ বিষাদময়তায় ডুবে থেকে
ভুলে যেতে থাকি জীবনের রঙ
বিমূর্ত মৌনতায় খুজে ফিরি
হারানো প্রভাতের সুর আর গান ……
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । অসাধারণ মন্তব্যে মন ভরে গেলো । সত্যিই ভীষণ ভাবে মুগ্ধ আপনার চমৎকার মন্তব্যে । :)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

গেম চেঞ্জার বলেছেন: কবিতার বুননে আপনার অনেক দক্ষতা!! ১ম প্লাস।

(অঃটঃ ফেবুতেও ডিএক্টিভেট, আর ব্লগেও দেখা যায় না। কি হলো?)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ গেম । ভীষণ ভালো লাগছে কথা বলতে পেরে । এ কদিন মনে হচ্ছিলো বন্দী ছিলাম , আসলে প্রার্থীব জীবনের দায়িত্ব আমাকে বন্দী করে রাখে । আমি আসলে একসাথে অনেক গুলো কাজ করতে পারি না - যখন যেটা করি শুধু সেটাই করতে থাকি । তাই ফেবু ব্লগ থেকে সময় সময় দুরে থাকি কাজের সুবিধার জন্য ।

অনেক অনেক ভালো থাকুন । :)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

বনমহুয়া বলেছেন: হারানো সুর, হারানো দিন, হারানো স্বপ্ন মিলে মিশে বিষাদ কবিতা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বনমহুয়া । ভালো লাগা রইল মন্তব্যে । :)

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: ভেরী ভেরী সুইট! যেন একটি মিহি সুরের ব্যঞ্জণা।
অনেক ভাল লাগল।
+++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ বিজয় । ভীষণ ভালো লাগছে সুন্দর একটি মন্তব্যে । :)

ভালো থাকুন সবসময় ।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

ধমনী বলেছেন: প্রথমে সন্ধ্যা, পরে সকাল। রাত্রী গেল কই?
বহুদিন পর এলেন,
এতদিন কোথায় ছিলেন?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা !!! রাত নেই , সকাল আর সন্ধ্যা আছে । সন্ধ্যা আমার বেশী প্রিয় , সকালের শুভ্রতা অনেক সুন্দর , তারপরও ভালো লাগে না । রহস্যময়ি সন্ধ্যা আমাকে ভীষণ টানে ।

এত দিন কোথায় ছিলাম ? এত দিন রাতের আঁধারে হারিয়ে ছিলাম । :)

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০১

ধমনী বলেছেন: সন্ধ্যার 'টানে' রাতের 'আঁধারে' হারিয়েছিলেন?
কেউই হারানো বিজ্ঞপ্তিটাও দিলো না!!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

গুলশান কিবরীয়া বলেছেন: হায় !! পোরা কপাল !! কেউই দিলো না !! :(

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

নেক্সাস বলেছেন: ভাল লেগেছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন । :)

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০০

জুন বলেছেন: ভালোবাসা দিবসের ক্ষনে ভালোবাসাহীন কবিতা গুলশান কিবরিয়া :-*
তবে আপনার কবিতা বরাবরের মতই উপভোগ করলাম এটা সত্য ।
ভৈরবী কিংবা আশাবরী হয়ে দরবারী রাগ যা আমার অনেক প্রিয় । নিজেকে কেমন রাজকীয় রাজকীয় লাগে :)
+

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য । হ্যাঁ , একটু বিষাদময় হয়ে গেলো । আসলে এই বিশেষ দিনগুলোতেই হারিয়ে যাওয়া দিনগুলো বেশী বেশী মনে পড়ে । কিন্তু জানেন আপু , ভালবাসাহিন কবিতাতেই তীব্র ভালোবাসার ছোঁয়া থাকে । রাগ রাগিণী আমারও ভীষণ প্রিয় । আশাবরী আর ভৈরবী সত্যিই রাজকীয় অনুভূতি জাগায় ।

অনেক অনেক ভালো থাকবেন । :)

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।

ভালো লাগলো সংযুক্ত ছবিটাও।

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: আপনি আমার প্রিয় কবিদের একজন । আপনার মন্তব্যে সত্যিই প্রীত হয় এ মন ।

ছবিটি এক শীতের সন্ধ্যায় ক্যামেরা বন্দী করেছিলাম চলতি পথে ।

আপনার জন্যও অনেক অনেক শুভেচ্ছা । :)

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

আহমেদ জী এস বলেছেন: গুলশান কিবরীয়া ,



সহ ব্লগার জুন এর মন্তব্য ধরেই বলি , ভালোবাসা দিবস পেরিয়ে গেছে বলেই ভালোবাসাহীন বিষাদী কবিতা ।

নিভু নিভু সন্ধ্যেবেলায় ছিলেম দুজনে দুজনায় ,
ফালি ফালি মেঘের দল রাঙ্গানো ছিল আকাশময় ............ +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আহমেদ সাহেব , তবে কি জানেন বিষাদময় কবিতায় ভালোবাসার তীব্রতা বেশী থাকে । :D

কারেকশন করে নিলাম , দুজনে দুজনায় বেশী ভালো লাগছে ।

অনেক ভালো থাকবেন ।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন: অসাধারণ!!!! ভাললাগা রেখে গেলাম!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ লেখাটি পড়ার জন্য । অনেক অনেক ভালো থাকবেন । :)

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩০

পুলহ বলেছেন: প্রাপ্তির ঐশ্বর্য যেখানে থাকে, রিক্ততার ভয়ও সেখানে... যার আশা নেই, স্বপ্ন নেই, তার শুধু হারানোর মত কিছু নেই :)
আপনার কবিতাতে সে হারিয়ে ফেলবার বেদনাটুকু টের পেলাম, শেষটা খুব সুন্দর !

ভালো লেগেছে গুলশান কিবরীয়া ! অনেক শুভকামনা আপনার জন্য :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য আর অনেক সুন্দর একটি মন্তব্যের জন্য । সহমত আপনার সাথে যার আশা নেই । স্বপ্ন নেই তার হারানোর মতও কিছু নেই ।

আপনার জন্যও রইল অনেক শুভকামনা । :)

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১১

সুমন কর বলেছেন: বিমূর্ত মৌনতার আক্ষেপ আর হাহাকারে
হারানো সুর খুঁজে ফিরি নবীন প্রভাতে ।
-- সুন্দর হয়েছে।

+।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য । অনেক অনেক শুভকামনা রইল । ভালো থাকুন সবসময় । :)

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতার প্রথমটূক সুখময় - স্বপ্নীল - রঙিন ভেলায় ভাসানোর অনুভূতি।

আর শেষটুক - বিষাদময় - কষ্টের - স্বপ্ন হারানোর অভিব্যক্তি।

কিছুটা কঠিন লাগলো বটে (কারণ আমি কবিতা বুঝিই কম। ভাল কবিতা আরো বেশি কম বুঝি) - তবে চমৎকার। :) +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য আর মন্তব্যের জন্য ।
আসলে , মানুষ অতীত বেশী ভালোবাসে , অতীত বেশী প্রিয় । আসলে মানুষ বর্তমানে আছে বলে এই বর্তমান মুহূর্ত গুলো সম্পর্কে বুঝতে পারে কম । বর্তমান যখন অতীত হয় সেটা নিয়ে স্মৃতিচারণ করতে বেশী ভালোবাসে ... এই আরকি । :)

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

মাদিহা মৌ বলেছেন: শেষ তিনটা লাইন বেশি ভাল লাগলো। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য । অনেক অনেক শুভকামনা রইল । :)

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

রিকি বলেছেন: বাহ, অনেক ভালো লেগেছে আপু :) :) :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ রিকি । আপনার মন্তব্যে ভীষণ ভাবে আপ্লুত । ভালো থাকবেন । :)

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম দিকটা বেশিই ভালো লাগল। +

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ দিশেহারা । ভালো থাকবেন সবসময় । :)

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

জেন রসি বলেছেন: হারানো সুরে বিষাদর মূর্ছনা!

নতুন সুর এসে ধুয়ে মুছে নিয়ে যাক সব আক্ষেপ।

কবিতা ভালো লেগেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য আর সুন্দর করে বলার জন্য । আমি হারানো সুর খুঁজে বেড়াতে ভীষণ ভালোবাসি কোন কোন বিষাদ সন্ধ্যায় । :D

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকবেন । :)

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুর সেত হৃদয়েরই লহরী সেতার বা তাম্পুরা , বাঁশের বাসরী সহযোগী মাত্র। হৃদয়ে যা আচে তাই চীরকালই বহমান, শুধু ক্ষনিকের ভাবনা মাত্র। তীথির পরেই আলো । সুন্দর হউক প্রত্যেকটি জীবনরে গল্প। কবিতা অনেক ভাল লাগল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ সুন্দর মন্তব্যে ভীষণ ভাবে প্রীত হলাম । ধন্য হোল এ মন আপনার মন্তব্যের প্রতিটি হৃদয়গ্রাহী শব্দমালায় ।

অনেক অনেক ভালো থাকবেন । শুভেচ্ছা রইল । :)

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

এযুগেরকবি বলেছেন: নিভু নিভু সন্ধ্যেবেলায় ছিলেম দুজনে ,
ফালি ফালি মেঘের দল রাঙ্গানো ছিল গগনময় ,
উড়ছিল গাংচিল , শুষ্ক মৃদু সমীরণ ,
আর সদ্য গীটারে তোলা স্পন্দিত সুর ,
কিছু অবিমিশ্রিত ভাষায় দেহযষ্টি পেয়েছিল নব্য সুর তরঙ্গ ।
একাত্ম হয়ে সুর সেধেছিলেম দুজনে দুজনার হয়ে ,
ভৈরবী কিংবা আশাবরী থেকে কম কিছু নয় ।

আজ এই উচ্ছল শ্যামলিমায় ঘেরা শুভ্র প্রভাত বেলায় রোমাঞ্চবিহীন একলা আমি !
আছে দিকে দিকে রমণীয় শোভা , বিশুদ্ধ সজীবতা,
আর অপার সম্ভাবনার জোয়ার ।
তবুও রিক্ততায় আবসন্ন ছন্দবিহীন সুর সেধে যাই।
বিবর্ণ বিষাদময়তায় ফিকে হয়েছে সাধনার সুর।
বিমূর্ত মৌনতার আক্ষেপ আর হাহাকারে
হারানো সুর খুঁজে ফিরি নবীন প্রভাতে ।

সুন্দর কবিতা অনেক ভাল লাগা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবিতা পাঠে এবং মন্তব্যে । অনেক অনেক শুভকামনা জানবেন । :)

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

আবু শাকিল বলেছেন: কবিতায় বিষাদ নাকি আক্ষেপ ফেটে পড়ল। বোঝতাছি না।
অনেক দিন বাদে ফিরলেন :)
বিলম্বিত বসন্তের শুভেচ্ছা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

গুলশান কিবরীয়া বলেছেন: হা হা হা , বিষাদ ও আক্ষেপের সংমিশ্রণ ।
আপনাকেও বসন্তের রাঙ্গানো শুভেচ্ছা । ভালো থাকুন সব সময় । :)

২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: আজ এই উচ্ছল শ্যামলিমায় ঘেরা শুভ্র প্রভাত বেলায় রোমাঞ্চবিহীন একলা আমি !
আছে দিকে দিকে রমণীয় শোভা , বিশুদ্ধ সজীবতা,
আর অপার সম্ভাবনার জোয়ার ।
একাকিত্বের মাঝেও অদ্ভুত এক ভাল লাগা।

তবুও রিক্ততায় আবসন্ন ছন্দবিহীন সুর সেধে যাই।
বিবর্ণ বিষাদময়তায় ফিকে হয়েছে সাধনার সুর।
বিমূর্ত মৌনতার আক্ষেপ আর হাহাকারে
হারানো সুর খুঁজে ফিরি নবীন প্রভাতে ।

আশায় বাস করা জীবন স্বপ্নটাকে একদিন সত্যি খুঁজে পাবে, একরাশ ভাল লাগা রেখে গেলাম- মুগ্ধতার কবিতায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবিকে । আমিও মুগ্ধ হলাম সুন্দর মন্তব্যে ।

ভালো থাকুন , অনেক শুভেচ্ছা রইল । :)

২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৫

গুলশান কিবরীয়া বলেছেন: এটা কি ??

২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং কবিতা পাঠের জন্য । :)

শুভেচ্ছান্তে

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবির অতৃপ্তি, অপ্রাপ্তির হাহাকার কনভার্ট হোক এভাবে -
,
,


তাই আমি প্রাপ্তিতে তৃপ্ত ছান্দিক সুর সেধে যাই
রঙিন হরষে আভা চড়ায় সাধনার সুর ।
বিমূর্ত মৌনতার প্রাপ্তি আর তৃপ্তিতে
হারানো সুর খুঁজে পাই নবীন প্রভাতে ।
=p~ =p~

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

গুলশান কিবরীয়া বলেছেন: অপ্রাপ্তিতেই সুখ যে আমার , আর হারানো জিনিস খুঁজেই সময় কাঁটাতে ভালো লাগে যে ... :)
তবে কনভার্ট করে বেশ ভালো লাগছে কিন্তু । =p~

অনেক ধন্যবাদ । ভালো থাকবেন ।

২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
পাঠে মুগ্ধ হলাম।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠে এবং মন্তব্যে । ভালো থাকবেন । :)

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

রানার ব্লগ বলেছেন: যা হাড়িয়ে যায় তাকে খুজে না ফিরে নতুন সুরের সন্ধানে নামুন। নতুন সুর গুলাও কিন্তু খারাপ না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: আপনি একেবারে সত্য কথা বলেছেন । তবে মাঝে মাঝে বিশেষ দিনে পুরনো সুর খুঁজে পেতে চায় এ মনপ্রাণ । :D

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০১

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার কবিতা। অসাধারণ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি । :)

৩০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

ফারিহা নোভা বলেছেন: মায়াময় মুগ্ধতা, অনেক অনেক ভাল লাগা আপুনি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফারিয়া । অনেক ভাকই থাকবেন ।

৩১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা রইলো।।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । অনেক শুভকামনা রইল ।

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার +++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক ধন্যবাদ । :)

৩৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:১০

রুদ্র জাহেদ বলেছেন: হারানো সুর খুঁজে ফিরি নবীন প্রভাতে...
মুগ্ধকর।খুব সুন্দর কবিতা
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.